প্রতি মাসের মত এই মাসেও কবিতা সংকলন প্রকাশ করতে পেরেছি বলে ভালো লাগছে ! সামুতে প্রতিদিন গড়ে ১৫-২০ টি কবিতা পোষ্ট হয় , অনেকেই ভালো লিখেন , কেউ শখে লিখেন , কেউ ভালোবেসে লিখেন , অনেকেই আছেন কবিতা খায় , কবিতা ঘুমায় !! সেখান থেকে বাছাই করে এই সংকলন কাজ শুরু করেন ব্লগার কান্ডারী অথর্ব এবং একজন আরমান। দুজনের সাময়িক ব্যাস্ততার কারণে আমি দুমাস ধরে সংকলনের কাজ টি চালিয়ে নিচ্ছি। প্রায় সব কবিতাই আমার পছন্দের ! এই মাসে সংকলনে আমাকে সাহায্য করেছেন ব্লগার একজন আরমান।
কবিতা কিংবা গল্প কিংবা ফিচার সংকলনের উদ্দেশ্য কি ? আমি মনে করি ব্লগে আসা অসংখ্য পোষ্টের ভীড়ে অনেকের নজর এড়িয়ে যায় কিছু ভালো পোষ্ট , এই সংকলন থেকে পাঠক খুঁজে নিতে পারবেন সে সব পোষ্ট !
যখন এই ব্লগে নিক খুলি , সেফ হবার আগ পর্যন্ত সময় টা কেটেছে দুর্দান্ত সব লেখা পড়ে , মূলত চমৎকার সব গল্প , কবিতাই আমাকে এই ব্লগকে ভালোবাসতে বাধ্য করেছে ! ইদানিং খুব একটা হাহাকার দেখি , ব্লগ আর আগের মত নেই ! আমিও খুব মিস করি সে সব ব্লগারদের লেখা যাদের লিখা পড়ে এই ব্লগে থিতু হয়েছি । খুব করে চাই ওনারা আবার ব্যাক্তিগত ব্যাস্ততার ফাঁকে ব্লগে সময় দিক , তাতে আমরা যারা শৌখিন , এমেচার ব্লগার আছি তাদের উপকার হয় , আমরা অনেক কিছুই শিখতে পারবো !
ব্লগে অনেকেই শখে লিখে থাকেন ! তাদের লিখায় অনেক ভুল-ভ্রান্তি থেকে থাকে(আমি নিজেই এই দলে )! পুরাতনরা যদি তা ধরিয়ে দেয় , তাহলে ব্লগে লিখার মান আরো বাড়বে ! ব্লগে অনেকেই তাদের শক্তিশালী লেখনী দিয়ে মন জয় করেছেন , তাদের ই একজন আমার প্রিয় কবি
রেজওয়ান মাহবুব তানিম ! এবারের কবিতা সংকলন টি তাকে উৎসর্গ করা হলো ! কবি আগষ্ট মাসে ব্লগে কোন কবিতা পোষ্ট করেন নি ! তাতে কি আমি সবার আগে পুরোদমে পেশাদার প্রিয় এই কবির লিখা আমার প্রিয় দুটা কবিতা দিয়ে এবারের সংকলন শুরু করেছি। তারপর অন্য সবার কবিতা থাকবে ! আমার অজান্তে কোন কবিতা বাদ পড়লে আমি আবার যোগ করে দিবো !
মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করবেন । উনি অসুস্থ ! তাই এই মাসে সংকলন থাকছে ছবিমুক্ত !
**********************************************************
*কালোবেড়ালের পাপার্ত পাখনা - রেজওয়ান মাহবুব তানিম
* আশার কথা বলি - রেজওয়ান মাহবুব তানিম
*********************************************************
* পারঘাটার গান - স্বদেশ হাসনাইন
মরে গেলে কবরে কেউ ফুল দিও না ! - প্লিওসিন অথবা গ্লসিয়ার
* নিশীথের নীলে নীল স্বপ্ন.... - ভিয়েনাস
* প্রস্তাব - ৎঁৎঁৎঁ
* অশ্রু শ্রুতি/ - তানিয়া হাসান খান
* আমার জীবন - তপু১৬১০
* বৃদ্ধের জৈবনাক্ষেপ..... - জামিনদার
* দিন চলে যায় - কাজী দিদার
* পথ চলা - নির্বাসন এ একা
* দুঃখ বিলাসী সুখ - টেনিদা বিভ্রাট
* আমার খুব ইচ্ছে করে - মাসুম আহমদ ১৪
* কখনো বলোনা যেন আমি অপেক্ষা করিনি ! - বটবৃক্ষ~
* অবনী - কানিজ ফাতেমা
* জন্মান্তর - সঙ্গীতা৬৬৬৬৬৬
* নির্বাক কথোপকথন - অদ্রি অপূর্ব
* তুমি আসবে বলে - জাফরিন
* বেশ্যাকে বুবু বলে ডাকলে?তোমার জাত যাবেনা তাতে! - রাইসুল নয়ন
* রঙিন সুতা - মেহেদী হাসান ''
* টানাপোড়েন - রোকসানা লেইস
* ছাদের মানুষ, ছাদের ঈশ্বর - নিথর শ্রাবণ শিহাব
* স্বন্ধি - অমি রিজওয়ান
*মেঘ - sraboni
* পথ - এম আমির হোসেন
* মেঘ পিয়নের ব্যাগে - গানের খেরোখাতা
* জল মুকুরে যেন কার ছায়া - আরুশা
* ত্রিমাত্রা - সায়েম মুন
* মৃদু বসন্তে - তিথির অনুভূতি
* তুমি কোথায় যাবে? -যাও -
মোঃ সাইফুল ইসলাম সজীব
* তোমার হাতে পাঁচটি নীলপদ্ম। - নাফিজা নুসরাত
* তিথির অনুভূতি - বিষাদ সজল
* এবং নাইলোটিকারা - ভাঙ্গা কলমের আঁচড়
* আহা, জীবন! - আশরাফুল ইসলাম দূর্জয়
* একাকী উন্মনা রাতি:Art-O-Meter - বোকামন
* ♣ কবিতাঃ ।।---কষ্ট খানিক পষ্ট---।। ♣ - দিকভ্রান্ত*পথিক
* স্বার্থের অস্তিত্ব - শুকনোপাতা০০৭
* একটি সূর্যপত্র কিংবা সূর্যের কাছে চিঠি - ভাঙ্গা কলমের আঁচড়
*নেমেসিস উঠে এসো আলেকজান্দ্রিয়ার ভস্ম থেকে - মুনসী১৬১২
* পারঘাটার গান - স্বদেশ হাসনাইন
* অইচ্ছে সকল আমাকে দিয়াছো দাও নাই নীল জোনাকি! - মাহী ফ্লোরা
* বিষন্ন সময় ধার করে আত্মার গন্ধ খোঁজে শরীর -
আলাউদ্দিন আহমেদ সরকার
* তার ছায়া, অন্য আলোকে -অদৃশ্য
* যৌথ দীর্ঘশ্বাস - মেহেদী আনডিফাইন্ড
* মিথ্যে করে হলেও একবার বল - বোকা মানুষ বলতে চায়
*নিয়ন্ত্রণহীন দৃশ্যপটে ! - মর্তুজা হাসান সৈকত
* যে চাঁদ গীটার বাজাতে জানে - ফকির ইলিয়াস
* প্রজাপতি কেমন আছো তুমি ? - সাবরিনা সিরাজী তিতির
* কবিতাঃ অগত্যা নির্বাসন ৩ - নির্লিপ্ত স্বপ্নবাজ
* ।।।.......নন্দিনী........।।। - সকাল রয়
*ভালথেক ভালবেস..... -তারছেড়া লিমন
* পাখি ও রাজকন্যা - ৎঁৎঁৎঁ
* থাক তবে না বলাই থাক অগোছালো অনুভূতি যত - রাইসুল নয়ন
* কবিতার আকুতি - সোমহেপি
* একটি বার যদি পাশে তাকিয়ে দেখতে,,,,,, - অপরাজিতা নীল
* পাঁচটি কবিতা - নিয়াজ মোর্শেদ
* দুঃসময় - শাহেদ খান
* রাতশেষে ঘৃণার বীর্যপাত - সন্ধি পালোয়ান
* জ্যোৎস্নাগন্ধা শরীর - রোমেন রুমি
* ইরেজার ও জীবন গল্প - জামিনদার
* ব্যথা ... - তেরো
* কবিতাঃ এইবেলা আড়ালে - নির্লিপ্ত স্বপ্নবাজ
* কবিতাঃ কত টুকু তুমি অস্তিত্বে নিয়েছিলে ঠাই - টুম্পা মনি
* একটি ধৃষ্টতা! কাহলিল জীবরান অনুবাদের ছোট্ট প্রয়াস। - অনির্বাণ প্রহর
*কবিতাঃ রোমন্থন - টেস্টিং সল্ট
* জীবনের জল-তরঙ্গ_১ - জুলিয়ান সিদ্দিকী
* ♣ ।।---অনুরক্ত প্রণরেনী, প্রণয় আঁকতে দেবে? ---।। ♣ - দিকভ্রান্ত*পথিক
* প্যারাগন - সেলিম আনোয়ার
* নজরুল সমীপে - সোনালী ডানার চিল
* পূর্বরাগ, অনুরাগ এবং অন্যান্য - লেখোয়াড়
* একটি কবিতা কিভাবে বদলে যায়। - মোঃ সাইফুল ইসলাম সজীব
* মানুষেরই কেবল ফেরা নেই - রোকন রাইয়ান
* আত্মপ্রেম, চুম্বন, গন্তব্য, গণিত এবং পাসপোর্ট - স্বদেশ হাসনাইন
* জীবনের জল-তরঙ্গ_২ - জুলিয়ান সিদ্দিকী
* শব্দের জোড়াতালি - বিষণ্ণতা - আদনান শাহ্িরয়ার
* বিষাদ সিম্ফোনি। - অনির্বাণ প্রহর
* কয়েকজন হিয়াবাসিনী - পাপতাড়ুয়া
* মৃত্ঘুমপরী - আহসান জামান
* মৃদু বসন্তে - তিথির অনুভূতি
* ত্রিমাত্রা - সায়েম মুন
* কেন জানিস......? - ঈপ্সিতা চৌধুরী
* তোমাদের সন্তান - ৎঁৎঁৎঁ
আগের সংকলন লিঙ্কঃ
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুলাই -২০১৩
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১