ছোট ছোট আনন্দকে গেঁথে ভেবেছিলাম
কালোত্তীর্ণ গল্প লিখব এক,
শুদ্ধ বীর্যে পৌরষের যৌবনে
এঁকে যাবো অসাধারন চিত্রকল্প
তোমাতেই যাবো, ভেবেছি তোমাতেই কেবল !
জীবনের ঘূর্ণিতে ছুটতে ছুটতে অথচ দ্যাখি
ছোট ছোট আনন্দগুলো
ভালোলাগা খুনসুটিগুলো
ভ্যানিস হতে হতে ম্যাজিকের মত
সুখগুলো কোথায় ; যেনবা কোথায় হারিয়ে যাচ্ছে !
চেয়েছিলাম ফেলে আসা পথটাতে ফিরে যাবো
বড় বেশী যাবো, অতঃপর
ভালোলাগা খুনসুটিগুলো কুড়িয়ে
ম্যাজিক দেখাবো, ভালোবাসার ম্যাজিক !
অথচ, এমনই ফিরিয়ে দিতে শিখেছো প্রিয়
প্রত্যাবর্তনের ইচ্ছেই ম্যাজিকের মত ভ্যানিস হয়ে যায় !