স্টেশন চত্বরে বর্ণময় জীবন স্রোত
মাঝে মাঝে সঙ্গী হয় একটা ঘাস-হৃদয় ।
আপন মনে যেন চলে যায় ট্রেন
চলে যায় যুবা-বৃদ্ধ ,
বর্ণ-ক্যানভাস -
কোলাহল , হলাহল , স্বপ্ন , জল- কাজল
মায়া-মোহ , মোহিনী সুর ;
থাকে শুধু স্মৃতি , প্রতীক্ষা-
ফেলে যাওয়া কান্না ।
মৃত্যু নগরী, নিরবতা- অন্ধকার ।
কখনও একা চাঁদ ;
জ্যোৎস্নাস্রোত !
অথবা ভীষণ অভিমানী জোনাকি ঘুম ।
অথবা জ্যোৎস্না রাতে কৃষ্ণপক্ষ গানে
কেঁপে উঠে দূরে ......
একাকী দাঁড়িয়ে থাকা
মন্দিরের ঘণ্টা ধ্বনি ।
এক পশলা বৃষ্টির তীব্র প্রতীক্ষায়
শুষ্ক চোখ !
ঘোর গভীর কালো আলোতে
যখন ডুবে থাকে সময়-
তখন ঝিঁঝিঁরা কাঁদে না হাসে -
এ গল্পের সত্যতা খুঁজে ফেরে
এমন দায় পড়েছে কার !
সন্ন্যাসী শব্দাবলি-
ঘর বাঁধার স্বপ্নে মাঝে মাঝে বিভোর হয় ।
শুষ্ক কণ্ঠনালীতে সুর তোলে অন্ধকারে
অ্যালকোহলিক আবেগ ।
সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;
একটা জ্যোৎস্নাগন্ধা শরীর হবে !
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩