একটি কবিতা কিভাবে বদলে যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আকাশ চাঁদ অপেক্ষা
বহুদিন আকাশ দেখিনা।
এখন ঘোর কৃষ্ণতম রাতের জন্য অপেক্ষা করি।
একদিন বিকেলে ছাদে হাটছি
আমার ভালো লাগে
সারা বিকেল ছাদে হাওয়ায় হাওয়ায়
মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে
মনে হয়, ঐ দূরে বুঝি একটা মেঘের কারখানা
অদৃশ্য এক চিমনি দিয়ে ভুরভুর করে বের হয়ে আসে
সাদা সাদা থোকা থোকা মেঘ
এরপর ছেঁয়ে যায় আমার পুরো আকাশ
ফিকে হতে হতে চলে যায় মিলিয়ে যায়
কিন্তু অদৃশ্য চিমনি হতে সাদা সাদা থোকা থোকা মেঘ
বের হতেই থাকে, আর আমি দেখি- দেখতেই থাকি
সারা বিকেল জুড়ে
এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ধীরে সন্তর্পণে।
সেই অদৃশ্য চিমনি আরো অদৃশ্য হয়ে যায়
অদৃশ্য হতে থাকে মেঘ, দৃশ্যমান হতে থাকে তারা
মিটিমিটি তারা। আমি তারা দেখি, কি সুন্দর!
আমি তারা দেখি আর ভাবি, কিভাবে সম্ভব
এতো সুন্দর, এতো, এতো!
একদিন তারা দেখতে দেখতে তারাখসা দেখলাম।
মনে হলো, না এ বোধহয় চোখের ভুল
আমি কি সত্যি দেখেছি?
মার কাছে শোনা
প্রিয়ো কারো বিচ্ছেদের আগে তারা খসা দেখে লোকে
তবে কি প্রিয়ো কেউ সরে যাবে আমার জীবন থেকে
ভয়ে থাকি, আবার ভাবি, না- নিশ্চয়ই চোখের ভুল
না, বেশি দেরী হয়নি
আমার শঙ্কার ডঙ্কায় তুমুল বাদ্য বাজিয়ে
বাবা চলে গেলেন
এরপর আর আকাশ দেখিনা।
এরপর অনেক অনেক দিন অনেক অনেক রাত
পেরিয়ে যায়
আমি রাতের আঁধারে জোনাকি দেখি
জ্বলে-নেভে, নেভে-জ্বলে।
তেমনি একরাতে, রাতের আঁধারে দেখি
দুধ সাদা এক চাঁদ!
প্রতিদিন আমার আকাশে উঠে
চাঁদোয়া রাতে, রাতের আঁধার ভেসে যায়
সেই জোছনায়
জোছনা ধীরে ধীরে ঢেউ হয়
ঢেউয়ের মতো আছরে পরে হৃদয়ের তটে
ধীরে ধীরে তীব্র হয়
ভাঙতে থাকে হৃদয়ের কূল
ভাঙতে ভাঙতে উপচে পরে
এরপর ফুলে ফুলে উঠে ঢেউ
ভাসিয়ে নেয় হৃদয়ের কূল
আমি ভেসে যাই
ভাসতে ভাসতে এক বাঁক আসে
মনে হতে থাকে
আমার সাথে চলা চাঁদ
কোথায় যেন আটকে গেছে
আমি ভাসতেই থাকি কিন্তু
আমার চাঁদ আর চলেনা
হায় সর্বনাশা স্রোত তুমি থামো
বার বার বলি, কত চেষ্টা করি
থামেনা, আমাকে ভাসিয়ে নিতেই থাকে
আর চাঁদ যেতে থাকে দূরে
না না, ভাসতে ভাসতে আমিই যেতে থাকি দূরে
এরপর একসময় দেখি আমার কেবল
আঁধারটাই আছে, চাঁদ নেই।
আমার কোনো আকাশ নেই, চাঁদ নেই, তারা নেই
এখন পরিপূর্ণ আঁধারের জন্য আমি
অমাবস্যার জন্য অপেক্ষা করি।
২৮/০৮/২০১৩
বহুদিন আগে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতার নাম ছিলো 'নক্ষত্র আকাশ রাত'। এই কবিতাটায় সেই কবিতার ছায়া এসে পড়লো। প্রিয়ো পাঠক, সেই কবিতাটাও দিয়ে দিলাম।
নক্ষত্র আকাশ রাত
বহুদিন আমি আকাশ দেখি না
ভয়, নক্ষত্র খসে পরার ভয়;
একবার নক্ষত্র খসে পড়তে দেখে
বাবাকে হারালাম
এরপর আর কোনো রাতে
ছাদে উঠিনি
আকাশ দেখিনি
নক্ষত্র খুঁজিনি।
তবু নক্ষত্র খসে পড়ে-
হৃদয়ের আকাশ হতে নক্ষত্র খসে পরে
সময়ের ফাঁক গলে নক্ষত্র খসে পরে
সম্পর্কের জাল ছিড়ে নক্ষত্র খসে পরে
বহুদিন আমি আকাশ দেখিনা
আর কোনোদিন হয়তোবা
আমি আকাশ দেখবো না
নক্ষত্রহীন রাতের আকাশ
দেখার মতো তেমন কিছ নয়।
যদি আবার কোনো দিন
নক্ষত্র ফুটে উঠে রাতের আকাশে
ব্যাকুল হয় হৃদয়
সেই ভয়
ফিরে আসবে না কি, মনে?
আর কোনোদিন হয়তো
আমি রাতের আকাশ দেখবো না
হোক সে নক্ষত্রখচিত আকাশ
হোক নক্ষত্রহীন মহাশূন্য আকাশ
যে মহাশূন্য আমি লালন করি হৃদয়
যে গাঢ় অন্ধকারে প্রতিদিন যাচ্ছি তলিয়ে
নক্ষত্রহীন রাতের আকাশ তার কাছে কিছু না
২৫/১০/২০০৯
প্রিয়ো পাঠক আমি আসলে যা বলতে চাচ্ছি, একটা কবিতা কিভাবে সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়, এই কবিতা হয়তো তারই উদাহরণ। চার বছর পর যখন কবিতাটা লেখা হলো সেটি বদলে গেছে। আবার চার বছর পর যদি লেখা হয় ঠিক এই কবিতাটাই হয়তো আরো বদলে যাবে। ভাষা, নাম আর কবিতার স্বাদ। কিন্তু কবিতাটা কিন্তু একক ভাবে ভাবের দিক থেকে ঠিকই থাকবে। নাকি ভাবটাও বদলে যাবে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা বছর। যদি আবারো লেখা হয়।
২১টি মন্তব্য ২১টি উত্তর
আলোচিত ব্লগ
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন
কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী
ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন