-শ্যাওলাটা তুমি খাও
-না,তুমি খাও
-তুমি খেলে কি হয়.
-কি হবে খেয়ে.একটু পর তো সব শেষ.
-বলা যায় না,ভাগ্য ভালো ও হতে পারে
-কেমন?
-আমাদের ছেড়ে দিতে পারে.
-নাও পারে.
-তুমি বড় হতাশাবাদী.
-আর তুমি বড় স্বার্থপর,যে বার পূর্নিমা হল সেবার দেখা করনি.চোখ খুলে ঘুমিয়েছিলে,আর বলেছিল বড় ভালোবাসো. মিথ্যুক.
-আহহা,ঘুম পেয়েছিল.
-মনে আছে প্রথম যখন প্রেম হয়েছিল কত সুন্দর সময় ছিল
-হুম. ধরা খাওয়ার ভয় করতাম না. এদিক ওদিক বেকুবের মত ঘুরতাম
-আমাকে বেকুব ডাকলে,তোমার সাথে আড়ি.
-আস্তে আস্তে,ওই যে আসছে.
লোকটা এলো.
বেড়ে আটকা পড়া নাইলোটিকা যুগলকে ঝুড়িতে ভরে নিয়ে গেল.
লোকটির চোখে অভাব মেটার হাসি,
নাইলোটিকাদের চোখে অবিচ্ছেদের সুখ.
শ্যাওলার টুকরো পড়ে থাকে নাইলোকিদের বধ্যভুমিতে,যেন এক অন্তহীন ভালবাসার
উচ্ছিষ্ট.