রাত হতে চলেছে;
জোছনা জেগে উঠছে এখন বাড়ি ফিরবো।
ভেজা পথ, ভেজা মাটি আর আমার ভেজা মন।
এক অনিশ্চয়তার পথে ভবিষ্যত আমার।
আজকাল খুব জানতে ইচ্ছে করে কেমন আছো নন্দিনী?
এখনো কি জোছনা দেখো দক্ষিনের জানালা খুলে? এখনো কি আমার বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকো গাল ফুলিয়ে, এখনো কি এক মিনিট কথা বলবার আশায় বালিশের পাশে রেখে দাও সেলফোনখানা?
কখন আমার দেয়া রিং বেজে উঠবো তোমার সেলফোনের ডিসপ্লেতে,
না'কি গেছো ঘুমিয়ে বুকের মাঝে জমা রেখে না বলা কথামালা........
নন্দিনী বাড়ি ফিরবো
রাত হতে চলেছে।
মাধবীলতা বিল্ডিং, রিভার ষ্ট্রিট, সুসং নগর
রচনাকাল: ১৭ আগষ্ট।
ছবি: নেট থেকে গৃহিত
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩