কোন কথা গোপন রেখে
তুমি এঁকে দিলে জবানের চাবি;
অযুত করাঘাতে বিচূর্ণতার শ্লোক এসে
স্তদ্ধতার হুইসেলে নৈঃশব্দে গলে পড়ে বেদনায় ঢল।
দু'চোখে নেমেছে এখন মৃত্ঘুমপরী;
নিশ্চল জলের ভিতর বেদনার অলি-গলি-পথ ধরে
হেঁটেছো কোথাও; একা।
আমারও নিঃসঙ্গতার বনে আজ
নিভু আলোর তিমির; ক্লান্তি করেছে জমা
একেলা পর্ব থেকে গলে যাচ্ছে অধীর মসৃণজল,
চারিদিকে অন্ধকার; তেপান্তরের রাত।
আমাদের বিগত অতীত থেকে কয়েকটি অনুশোচনা
আকাশের তারা হোক পাপের মল্লিকায়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯