আমার হৃদয় একটু একটু করে
অনুভূতি খুঁজে পাচ্ছিল;
হারিয়ে যাওয়া স্মৃতিগুলো
ক্রমাগত কড়া নাড়ছিল।
তুমি প্রজাপতির মত উড়ে উড়ে যেতে,
তোমার অবিরত চলায়
হৃদয় পুলকিত হত।
কল্পনার সপ্নালোকে হারিয়ে যেতাম আমি।
আমি সেই রাজকুমার আকাশলীনা;
নীল আকাশের বুকে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা
শরতের কাশবনে ঘন সবুজে সফেদ সাদা কাশফুল যেন!
আমার নীল শার্টে তোমার শ্বেত হস্তের কোমল পরশ
ইন্দ্রধনু যেন বেহাগের সুরে বাজে!
আকাশলীনা আমার বুকের জমিনে
ছুঁয়ে ছুঁয়ে থাকো!
কাঠালচাঁপার গন্ধে বুকটা ভরে ওঠুক;
তুমি আমার সপ্ত ইন্দ্র ছুয়ে ব্যঞ্জণা ছড়াও
আকাশলীনা, আকাশ পানে চাও।
পূর্ণিমা রাতের অবাক জ্যোৎস্না দেখ,
দেখ লাল টকটকে রঙিন সূর্য রাঙা প্রভাত;
দেখ গুধূলীর আলো,
আমার বুকে কান পেতে শুন রাখালীয়া গান।
সুরের মাধুরী রচনা কর,
তোমার কলতানে বিমুগ্ধ হোক এ ধরণী,
তুমি যেন মুক্ত বলাকা সদা চঞ্চল হৃদয় হরিণী।
তোমার ভালাবাসা স্নানে পাপেরা পালায় দূরে
পূণ্যেরা ভীড় করে।
মনের কালিমা দূরীভূত হয়
নিষ্পাপ শিশুটির মতন পবিত্র এ প্রেম
আমাকে বিশুদ্ধ করে তোমার অবগাহনে
তোমার কামনার অনলে পোড়ে
খাটি সোনা হয়ে ওঠি।
নিঃস্ব এ মন ঐশ্বর্য লাভ করে
আমি রাজকুমার হয়ে ওঠি
সাদা পরীর বেশে তুমি
তোমায় নিয়ে আকাশপানে ছুটি ।
আকাশলীনা ভালবাসা বৃথা যায় না,
ভালবাসার ক্ষয় নাই লয় নাই,
ভালবাসায় ধ্বংস না্ই আছে সৃষ্টি
আকাশলীনা তোমার ভালবাসা যেন তপ্ত সাহারায় একপশলা বৃষ্টি।
ভয় কি প্রেমে বলো !
প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গ রচে স্বর্গেই চলে যায়
প্রেমে পিছপা হতে নাই।
ভালবাসা মানে, তুমি আমি সবুজ ঘাসে পাশাপাশি শুয়ে
শরতের আকাশে অপলক চেয়ে থাকা;
ভালবাসা মানে আপন ভূবনে হারিয়ে যাওয়া
রাজকুমারের হৃদয়রাজ্যে আকাশলীনাকে পাওয়া ।
--------------------------
প্রেমের বাঁশি
আমি বাতায়নে বাঁধি ঘর
তুফানে গড়ি দোসর।
ভেবে দেখ সখি
বালিয়ারীতে বাঁধবে কি না বাসর?
পাতালপুরের রাজপুত্র আমি থাকি অচিনপুর
পরীর দেশের পরীকে নিয়ে দেখবো রঙিন ভোর।
পরীর রাজ্যের পরী
তোমার ও হাত হরি।
সারা দেবে কিনা?
বাজাই যদি প্রেমের বাঁশি — নিষ্ঠুর সেই বীনা!
-------------------
উপলব্ধি
প্রেম যদি অভিশাপ হয়
তারে স্বাগত জানাই;
প্রেম যদি গরল হয়
নির্দ্বিধায় পান করে ফেলি।
প্রেমের জন্য প্রেমিকজনে সব ছেড়েছে
কূল মান ধন
সম্ভ্রম খুইয়েছে কতজনে!
কোন জবাব আছে?
এতই বিনাশী ভালবাসা
মানুষ কেন তা বাসে?
হতে পারে
প্রেমের বেদনায় প্রশান্তি আছে
আছে পরম পাওয়া;
তাইতো সবাই ভাল বাসে
তাইতো ভাল বেসে যাওয়া।....
তোমার জন্য
তোমার জন্য ফুল,
মিষ্টি বকুল;
একমুঠো ভালবাসা,
একরাত নিদ্রাহীনতা,
এক পশলা বৃষ্টি,
কিছুটা অনাসৃষ্টি;
এক পেয়ালা অনিশ্চয়তা,
কয়েকটা দীর্ঘশ্বাস;
একটি লালগোলাপ,
একটা খেলনা পুতুল;
একটুখানি নীল
একটা সফেদ সাদা ;
একটুখানি আদর
আর সুদীর্ঘ প্রতিক্ষা!
--------------
ছবি-গুগল ও গ্রেট শায়মা
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫