প্রতিটি মানুষের ভাবনার নিকষ নিভৃতে,
জ্বলজ্বল করে পাখা নাড়ে অমরত্বের অমিয় আকাঙ্ক্ষা।
ভালোবাসার আলোক মশাল হাতে নিয়ে,
প্রজন্ম থেকে প্রজন্মে ছুটে যাওয়ার ঊর্ধ্বশ্বাস অভিযানে,
মুখোমুখি এসে দাঁড়ায় সময়ের দুই ক্রমিক প্রতিভূ।
একজন অতীত ছুঁয়ে বর্তমান,
একজন বর্তমান ছুঁয়ে আগামীর।
সময়ের বাসনা-বিদ্ধ সুনীল সন্তান দল,
মহাকালের রিলে রেসের সম্মানিত দৌড়বিদেরা,
দু পায়ে উঠে দাঁড়াও-
পর্বত চূড়ার মত মাথা তুলে,
জীবনের বেদনায় জেগে ওঠ-
অনন্ত অতলান্তিক ফুঁড়ে,
দিগন্তে ভেড়াও দৃষ্টি-
শঙ্খ প্রদীপের রোদ মায়া জুড়ে।
ছুটে যাও, ছুটে যাও-
জীবনের আলো আধারী মধুরাঙ্গা পথ বেয়ে।
সময়ের দম দেওয়া সুন্দর খেলার পুতুলেরা,
যদিও তোমাদের পাখা নেই উড়বার,-
তাই তোমাদের কাঁদাবে নভোচারী স্বপ্নেরা।
যদিও তোমাদের মাছেদের মত শ্বাসযন্ত্র নেই,-
তাই তোমাদের পোড়াবে অতলে ডুবে যাবার আহ্বান।
যদিও তোমাদের নেই অনিন্দ্য অমরত্ব,-
তাই তোমাদের কোলজুড়ে উঁকি দেবে ভালোবাসার ফুল।
তোমাদের সন্তানেরা,
জেনো,-
তোমাদেরই সুরভিত গান।
তোমাদের সন্তানেরা,
তাই,-
তোমাদেরই নির্ভুল নির্বাণ!
*** উৎসর্গ- শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমান ভাই। তার পিতা-পুত্রের প্রো পিকখানি এই লেখাটির অন্যতম অনুপ্রেরণা! বাপ-ব্যাটা কে শুভকামনা, সেইসাথে ব্লগের সকল জনক জননী! মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার সন্তানের শৈশব, যার মাধ্যমে সে আবার তার জীবনের ইন্দ্রজাল সময়টাকে আবার ছুঁয়ে দেখবার সুযোগ পায়।