আমি এঁকেছিলাম শাহবাগ
তুলির চঞ্চু বেয়ে তবে
কেনো আজ রক্তরাগ ?
নীলের জ্যামিতিক উদ্যানে যেন লোহিত উৎসব
পুড়ছে ওরা, মারছে কারা কেন এ মচ্ছব ?
রক্তাক্ত হায়ারোগ্লিফিক
প্যাপিরাসের কাছে পাঠালাম এক লজ্জিত আখ্যান,
হাজার বছরের হৃদ্য ভূমিতে সেদিন তো তুফান নেমেছিল
অক্টোবর ৬, তোমার গণণা কি ভুল পূর্বাভাস দিয়েছিল,
নেমেসিস উঠে এসো আলেকজান্দ্রিয়ার ভস্ম থেকে
নিরোর বাঁশি নয়,
সালাদীনের পশরা নিয়ে রিচার্ডের তাবুতে,
ওই সিনাই থেকে ভেসে আসে নার্সিসাসের সুবাস
বুলবুল তুমি ডেকে ওঠো কায়রোর অলিতে গলিতে
রক্তের পথ বেয়ে আসুক সাম্যের সৌম্য প্রভাত...
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯