সাইকেল হাতে মানুষ এলো, সাদা বক নেমে এলো
জল খেতে, ধুলো উড়িয়ে চর এলো,
কুঞ্চিত ত্বক মানবীরা দল বেঁধে এলো,
উদোম গা শিশুর হাত ধরে অন্ধ বাউল এলো, দিগন্তে দেখা
লাঙল কাছে এলো,
কাক রঙ চিকন ডিঙা নাও তীর্থ যাত্রীর মত অপেক্ষায়
যেমন মুখে কাপড় সতী নারী, অদুরে চওড়া বাদামী কাঁধে ঝাঁকি জাল, প্রসূন পল্লব, ভেজা ভেজা ঘাস এলো,
সকাল, সন্ধ্যা পেরিয়ে নির্জন রাত্রি এলো
কিন্তু আমার ব্রহ্মপুত্র নদীটি আর এলো না।
পার ঘাটার মানুষ
ওপারে যাবার জন্য বসে আছে।
আমিও।
-
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১