একটি ধনাত্বক গল্পে
ত্রিভুজ প্রকৃতির উপসংহার স্থায়ী হয়ে গেছে
ভাঙ্গা গ্লাসের টুকরার মতন বিরহ ভেঙ্গে
বেরিয়ে আসছে কবিতার সেল।
কালের অন্তরায় তিন আঙ্গুলের ভাঁজে
বৃত্তাকারের যেটুকু জায়গা আছে
সেখানে জমা হয়ে উড়ে যায় যতসব বেহালার সুর
আড় চোখে দেখি মায়াবী বাঁধন
ভেঙেও ভাঙেনা যেন ধ্রুব তারার মতন
আসে আর যায় । বছরের পর বছর
কষ্টের জ্বলন নিভেও জ্বলে
আসতে যেতে দেখা হলে হাত বাড়িয়ে
পরিশোধ করতে হয় প্রাচীন মায়ার ঋণ।
ভুলগুলো মুছে দেবার মত কৌশলি কোন ইরেজার নেই
জীবন পাণ্ডুলিপির খসড়ায় শুধু লাল কলমের দাগ।