একাকী বিকেলের খোঁজে হেঁটেছি হিমালয় থেকে সুন্দরবনে!
এ অকাব্যের নায়িকা খুঁজে পাইনি অদ্যাবধি কোনখানে!
আমি যারে ভালোবাসি কি জানি সে লুকালো কোন গোপনে!
সময়ের হাত ধরে অসময়ের সামনে দাঁড়িয়ে হাতড়ে দেখেছি,
হৃদয় হারিয়েছি উত্তারাভিমুখে কোন খোলা জানালাতে।
তাকে আর হবেনা লেখা কল্পনার অনুভূতি যত!
আমার আকাশ ছোঁয়া ইচ্ছের রাজ পালক বুঝি খসে গেল।
তোকে আর লিখবনা অমন প্রতিজ্ঞা করা ভুল ছিল,
বাঁধ সাধবিনা জানলে প্রতিজ্ঞার কোন মানে ছিল?
ভালোবাসি ভালোবাসি এও আর হবেনা বলা কোনদিন,
সেদিন না বললি এতো বার বললে ভালোবাসা কমে!
থাক তবে না বলাই থাক,অগোছালো অনুভূতি যতো।
আমি না হয় সাত বিকেলে সাত রঙে তোর হৃদয় সাজাই।
উৎসর্গ-খোলা জানালায় দাঁড়ানো উত্তারাভিমুখের রমণীকে যে আমার দৃষ্টিতে দেখা এক মহা সরলা।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০