আজ রাতে মৃত্যুর মত শীতল কিছু শব্দে মুড়ে দিব তোমার শরীর
কিছু শান্ত অন্ধকারে ডুবে যেতে যেতে গিটারে মাখিয়ে নিব বিষাদ সিম্ফোনি
অন:ন্তর তুমি নেই তুমি নেই হাহাকারের ঠোটে প্রগাঢ় চুম্বনে কেঁদে উঠবে আমাদের অনাগত সন্তান
আজ রাতে নীল চুমুর আরকে ডুবিয়ে রাখবো দু'চোখ তোমার
আর সহস্রবার মৃত্যু শীৎকারে পৃথিবীর শেষ প্রজাপতির দীর্ঘশ্বাসকে ঝুলিয়ে রাখবো হিমিকার দোলনায়।
আজ রাতে তোমার শরীরেই ...লিখে যাব সকল কবিতা আমার!
বালিকা, হে প্রেমময়ী ঈশ্বর আমার!
তোমার চোখের ভাঁজে ভাঁজে যে সকল নৃত্য ঘুমিয়ে আছে
তার অগ্রন্থিত মুদ্রার বুকে আমি বসাবো আরেকটি বিষাদ মুদ্রা
তোমার শরীরেই লিখে যাব সকল কবিতা আমার, সকল আর্ত প্রার্থনা।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭