নিজেকে ভালবাসাই বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন । আজন্ম এই প্রেম জনপ্রিয়। এ সত্ত্বেও মহাবিশ্বের বিশালতায় আত্মপ্রেমের চেয়ে বড় মূর্খতা এবং হাস্যকর আর কিছু কিছু নেই।
২
সেলুকাস! ঠোঁট যখন খাবারে স্পর্শ করে
আমরা সে স্পর্শকে চুম্বন বলি না
৩
দৃষ্টিশক্তির স্বল্পতায় দিগন্তকেই মনে হয় শেষ স্থান। শেষ বলেই তাকে পর্বতের চূড়ার মত গন্তব্য মনে হয়। জয় করার মেকি ইচ্ছে হয়। সে সাধ তাড়িয়ে বেড়ায় মানুষের মন কে। চাঁদ ঘোরে, সূর্য ঘোরে। বিশ্বের সব কিছুই ধ্বংস আর সৃষ্টির ভিতর অবিরত চলে। কক্ষপথ আছে, জীবনচক্র আছে। গন্তব্যের মরীচিকা আছে, কিন্তু চূড়ান্ত গন্তব্য বলে কিছু নেই।
৪
আর ৩০ বছর বাঁচবে? ৪০? ৫০?
গণিতটা যে কেউই বোঝে,
সাজিয়ে রাখছি তাকে বই, ধার দেবো না
বাড়ির সামনে নেমপ্লেট, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ
ক্রয় সূত্রে যে জমি কেউ কেড়ে নিতে পারবে না,
কেড়ে নেয়া লাগবেও না।
পড়েই থাকবে সব।
ভবিষ্যতের একটা পৃথিবীতে আমি তুমি নেই।
৫
ভূমি আর বাতাসের মধ্যে ভূমির মূল্য আকাশচুম্বী। ভূমির দখলের জন্য হত্যাকাণ্ড পর্যন্ত সংঘটিত হলেও ভূমিহীন হলেও বেঁচে থাকা যায়। তবুও ভূমির সীমানায় কাঁটাতারের বেড়া থাকে। পাসপোর্টের সিল ব্যতিত অন্যের অধিকৃত ভূমিতে পা ফেলা নিষেধ। অথচ যে বাতাস ছাড়া পাঁচ মিনিট বেঁচে থাকা যায় না তার কোন সীমানা নেই, পাসপোর্ট নেই, তার কোন মূল্যও নেই।
--
ড্রাফট ১.০
ঠিক কবিতা না, অন্য কারো জন্য লেখার আইডিয়া।