ওরা লুটে-পুটে সব খেয়ে গেল তবে কিছু রেখে গেলে পারতো
দেখো নগরীতে আজ শিশুরা কেমন ভয়ানক শীতে আর্ত
ওরা মানুষের নামে বস্তু গড়েছে, বস্তুর নামে ঈশ্বর
ওরা খেয়ালের বশে জ্যামিতি বানালো এলোমেলো মহাবিশ্ব'র
তবু 'প্রমাণিত' হতে ঢের বাকি ছিল - গড়া সেই উপপাদ্যের
ফলে খাদ বেড়ে চলে কড়া অনুপাতে মনোদৈহিক খাদ্যের
আর যারা বাকি ছিল - বাঁচাবার মত - তারা শেষমেশ ব্যর্থ
ওরা তছনছ করে নিয়ে গেল সব - কিছু রেখে গেলে পারতো
ওরা সূর্যের আলো 'সুইচ অফ' করে সোডিয়াম বাতি জ্বাললো
ওরা প্লাস্টিক দিয়ে গড়ে নিল যত পুষ্প-পত্র-মাল্য
আর সংকট তাই সংকোচ ভুলে রূপ নিল পাকা গদ্যের
সেই রূপে মজে গেল ক্লান্ত মানুষ - যারা পুরাতন খদ্দের
আর যারা বাকি ছিল - সুযোগপ্রাপ্ত - ওরা বুঝে নিল স্বার্থ
ওরা লুটে-পুটে সব খেয়ে গেল তবে - কিছু রেখে যেতে পারতো...