দিনের আলো দিন শেষে এসে,
আঁধার কালো রাতের সাথেই মেশে,
সাঁঝের মৃদু হাওয়া মিষ্টি হেসে
হৃদয় ছুঁয়ে যায় যে অবশেষে,
রেখে যায় শুধু ঝরা পাতার শব্দ।
শূণ্য হৃদয়াঙিনায় হঠাত্ চুপিসারে,
সে এসে উঁকি দিয়ে যায় বারেবারে!
তবুও কভু যায় না ধরা তারে,
হৃদয় বসে নিজ কুটিরের দ্বারে,
তারই পথ চেয়ে যায় সহস্রাধিক অব্দ।
তার অবয়ব তোমার কথাই বলে,
নিত্য দিনের নানান কথার ছলে,
তোমার স্মৃতির মালা দিয়ে গলে,
মায়াবতী দিঘির কালো জলে,
ডুব সাঁতারে খুঁজে বেড়াই নোনা জলের গদ্য।
ভালোবাসার অশ্রু জলে সিক্ত আখর টানি,
নোনা হতে থাকে ক্রমেই মায়া দিঘির পানি,
পদ্মপাতায় ঘুমিয়ে থাকা পঞ্চপদ্ম রানী,
তুলে নিয়ে এই যে দিলাম তোমার হাতে আনি,
যতনে রেখো ভালোবাসার পাঁচটি নীলপদ্ম!
(উৎসর্গ- মেঘ শুভ্রের পাপা কে।)
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯