জোনাক জ্বলা পিদিম নেভা রাতের ছায়ায়
জড়িয়ে রেখো নিবিড় করে প্রবল মায়ায়-
বুকের ওপর এলিয়ে মাথা মিটিয়ে তিয়াস
একটু দিও শীতল হাওয়ার তন্দ্রা-বিলাস।
মনের ভাঁজে স্বপ্ন-ঘোরে গভীর ঘুমে
বাজলে মাদল জাগলে প্রপাত শঙ্খনাদে-
কানের কাছে মুখটি রেখো নির্বিবাদে
রাত্রি আবার মুখর হবে নীরব প্রেমে।
ফিরে যাবে আপন সীমায় আগের মতো
কূল ছাপানো ব্যাকুল যোয়ার ভাটার টানে-
সুপ্ত দুটি তৃপ্ত দেহে অবিরত
থাকবে মুখর সচল হৃদয় গুঞ্জরণে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০১