তুমি আবার রাতের ঠোঁটে প্রলেপ হয়ে
নিদ্রা-হরা প্রগাঢ় চুমে দাও রাঙিয়ে-
রাত্রিগুলো তোমার ওমে নিবিড় ছোঁয়ায়
কাটিয়ে দেবো বাকি জীবন বেভুল মায়ায়।
জাগিয়ে দেবে ভোরের হাওয়ার নরম সুখে
দু-চোখ মেলে দেখবো তোমার হাতের ভাঁজে-
লুটায় আঁচল, কাঁপন তুলে বুকের খাঁজে
লজ্জানত জোড়া শালিক আড়াল মুখে।
আমি আবার ঠেলবো লাঙল মাটির বুকে
করবো বপন আরেক জীবন উষ্ণ বীজে-
তুমি আবার বাজবে নতুন জল-তরঙ্গে
জাগবে উঠোন ভরবে দু-কোল মোহন সাজে।