বাদলা দিনে
সকাল সাঁঝে টুপ টুপ
অভিরাম বৃষ্টি ঝরে,
গুড় গুড় মেঘ ডেকে
টাপুর টুপুর পড়ে।
বাদলা দিনে মেঘের আড়ে
সূর্য্য লুকাই গিয়ে,
গুরু গর্জনে কালো মেঘে
বৃষ্টি আসে নিয়ে।
ক্ষণিক বাদে সূর্য্য হাসে
মিষ্টি মিষ্টি রোদে,
ময়ূরের ফেখম মেলে
নৃত্যের ছন্দে ছন্দে।
আলো আধাঁরের লুকোচুরি
চলে সারা বেলা,
খোকা খুকির বৃষ্টি রোদে
ছুটাছুটি নিত্য খেলা।
পুকুর জলে ডুব সাঁতারে
এপাড় ওপাড় চলে,
সারাটা দিন কাটে তাদের
এই কাঁদা... বাকিটুকু পড়ুন