পাগলী আমার
---------------- মোঃ রুহুল আমীন ।
পাগলী, কেমন আছ তুমি ?
কি করছ এখন ?
বসা বৃক্ষতলে বিস্রস্ত বসনে
উষ্কুখুষ্কু খোলাচুলে ?
তোমাকে ত কাঁদতে দেখিনা কভু,
দুচোখে দেখিনা অশ্রু এক ফোঁটা,
কখনও না ছাড় দীর্ঘশ্বাস -
তোমার বুঝি কষ্ট নেই কোন ?
স্রীষ্মের এই রোদেলা দুপুরে
না মোছ আঁচলে তোমার ঐ
স্বেদসিক্ত কমলবদন,
মৃদু হেসে এলোচুলে কর উপভোগ
সমীরণ সোহাগ,
বিড় বিড় করে কী সব
বল সারাদিন -
কবিতা আবৃত্তি কর,
শোনাও আমারে ?
কলাপাতার উলটো পিঠে
কিংবা মাটিতে আঙ্গুলের আচড়ে
কি কি লিখ এত সব-
আমাদের জীবনগাথা-
ভাবী প্রজন্ম লাগি ?
কি করে হাস তুমি অত সুন্দর,
কাঁপাও বাতা্স,
জাগাও আমারে
যখন আমার আমি তোমাতে বেভুল ?
পাগলী, তুমি কি আমায় বুঝতে পেরেছ,
বুঝ কি আমার চেয়ে থাকা,
আমার দুচোখ কি কয়,
কি চায় ?
পাগলী,
তুমি এত ভাল কেন ?
---*--