এই বাঙালি
এই বাঙালি সত্যের সাথে
মিথ্যা মিশায় মিথ্যার সাথে সত্য,
গুলে খাওয়ায় দুর্দিনে তার
এ সব রোগের পথ্য।
এই বাঙালি নিজের স্বার্থে
তিলকে বানায় তাল,
কুবুদ্ধি খুব ধরিয়ে দিলে
উঠে পিঠের ছাল।
এই বাঙালি মুক্তির আশায়
জীবন দিয়ে মরে,
সেই মুক্তিকে ভাগ করে দেয়
যুক্তি বাদির ঘরে।
এই বাঙালি সোজা যারে
একটু যদি পায়,
এমনে ধরে ওমনে ধরে
দুই হাতে কিলায়।
এই বাঙালি তালে তালে
সবকিছুতে ঠিক,
খালি শুধু... বাকিটুকু পড়ুন