নিঃশব্দ স্পর্শের অনুরণন
দুটি শরীর পাশাপাশি—
কিন্তু মন কি মিলেমিশে হয় একাকার?
আঙুলে আঙুল, বাহুতে বাহু জড়িয়ে থাকলেই কি হৃদয়ের হেমন্তে বসন্ত নামে?
আহা, শরীরের সংযোগে কখনো কখনো জন্ম নেয় নিছকই নির্জনতা—
যেখানে চোখে চোখ রেখে দেখেও কিছুই দেখা হয় না।
শরীর ছুঁয়ে দিলেই মন ছুঁয়েছে—
এমন অনুমান শুধু ঘামের গন্ধে প্রেম খোঁজার মতো!
যেখানে ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেললেও,
অনুভূতির নির্জন... বাকিটুকু পড়ুন
