হ হ আজ কাল মানুষগুলো
হাসলেও মারে, ভাত চাইলোও মারে-
এমন কি চেয়ে থাকলোও মারে;
কি অভ্যাস হয়ে যাচ্ছে খারাপ-
মারার বিকল্প কিছু খুঁজে পায় না
যত রাগ বাবা এখন রক্তাক্ত সাপ
ক্ষমতায় দেখে শুধু নষ্ট মাপ;
সম্মান সেতো সাদা ধোয়ার নাচ-
সময়ের গণ্ডীপেরিয়ে বন্ধুর মাচ
এসো মানুষ ভাবি মাটির রঙভঙ্গ।
২২-৪-২৫