স্মৃতি পোড়া মাঠ
আমি জানি তোমার চোখ
এখন সকল বিকাল দলকানা হয়েছে;
চিনা গাবের গাছ অচিনা
মনে হচ্ছে- ঐ অট্টালিকার ছাদ
ফুরফুরা চাঁদ, প্রতি রাতেই
আমার স্বপ্ন রঙিন খেলে যাই ঘুম
ফিরে পাই সোনালি ভোর!
অথচ মরিচিকায় থেকে গেলো খাট
বাঁশতলা মরিচের জমি আর
বিলধারে গমের স্মৃতি পোড়া মাঠ।
২০-৪-২৫ বাকিটুকু পড়ুন
