আহত আততায়ী
সভ্য নগরের মানুষ যেনবা বনমানুষ।
মানুষকে মানে না মানুষ;
আর মানুষের হানাহানি দেখে হাসে বনের মানুষ।
পথে না বেরোলে জানতামই না-
কতটা রপ্ত করেছি আমরা অবজ্ঞা অবহেলা ও পরচর্চা।
অনেকদিন পর-পর পথে বেরোই
আর আবিষ্কার করি নিত্য নতুন রূপহীন রূপকথা।
আমাকে কেউ মানে না আমিও মানি না কাউকে এমনকি আমাকেও!... বাকিটুকু পড়ুন
