এই বিশাল মহাকর্ষীয় বস্তু সবকিছু নিজের দিকে টেনে নেয়—এমনকি আলোও পালাতে পারে না। কিন্তু কৃষ্ণ গহ্বরের ভিতরে কী ঘটে? সেখানে সময় ও স্থান কেমন আচরণ করে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখনো জানি না।
কিন্তু আমরা জানি কখন কাকে ঠকিয়ে খেতে হয়.............
আমরা এই দুনিয়ার ৯৯.৯৯ % অজানা রয়ে গেছি। কিন্তু যা যেনেছি তার বেশির ভাগটা খারাপ লালন করে চলেছি। কখনো ভাল বা কল্যাণের কিছু ভাবতেই চাই না। ভাল ভাবে শিখে নিয়েছি নিজের আখের কিভাবে গুছানো যায়।
ভাল কথা বা ভাল কাজ করতে গেছে এখন মনে ভয় ধরে আসে।
স্রষ্টাই বলতে পারবেন ভাল, আসছে দিনে কি রয়েছে আমাদের জন্য।