তোমার প্রতিক্ষায় কাটিয়ে দেই যৌবন
তোমাকে ঠিক সেভাবেই চাই,
যেভাবে মানুষ শবে কদরে খোদাকে চায়।
রাতের আধার যেভাবে ভোরের প্রতিক্ষায়
জ্বলন্ত সুর্য কে আহবান করে।
ঠিক তেমনি আকন্ঠ পিপাসায় তোমায় আহবনা করি।
আমি তোমাকে চাই হৃদয়ের গভীরে,
যেভাবে বৃষ্টির ফোঁটা চুম্বন করে তপ্ত মাটিকে,
যেভাবে সন্ধ্যা তারা জড়িয়ে ধরে রাতের আকাশ,
তেমনি তোমার অস্তিত্বে লীন হয়ে যেতে চাই।
আমি তোমাকে... বাকিটুকু পড়ুন
