অপার্থিব ইচ্ছেরা (তসলিমার “কারো কারো জন্য” থেকে অনুপ্রাণিত)
কেন যে, কেন যে হঠাৎ
কোন নাম না জানা ভোরে
কারো মুখ খুব মনে পড়ে,
মনে পরে অকারণ স্পর্শের,
কাছে বসার এক তিব্র বাসনার।
কতটা পথ, কতটা জীবন বাকি,
তারপরও,
অচেনা হাসি মনে হয় বড্ড চেনা,
অচেনা পথের ছায়ায় মায়ার টানাপোড়েন ।
সমস্ত পৃথিবী থেমে যাক,
নিঃস্তব্ধতায় ঢেকে যাক চরাচর,
শুধু তার নিঃশ্বাসটুকু বাজুক কানে,
সমস্ত ব্যস্ততার অস্ত হোক দিনের শেষে... বাকিটুকু পড়ুন
