somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আশা নিয়ে বসে আছি ।

আমার পরিসংখ্যান

রানার ব্লগ
quote icon
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অপার্থিব ইচ্ছেরা (তসলিমার “কারো কারো জন্য” থেকে অনুপ্রাণিত)

লিখেছেন রানার ব্লগ, ২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৬


কেন যে, কেন যে হঠাৎ
কোন নাম না জানা ভোরে
কারো মুখ খুব মনে পড়ে,
মনে পরে অকারণ স্পর্শের,
কাছে বসার এক তিব্র বাসনার।

কতটা পথ, কতটা জীবন বাকি,
তারপরও,
অচেনা হাসি মনে হয় বড্ড চেনা,
অচেনা পথের ছায়ায় মায়ার টানাপোড়েন ।

সমস্ত পৃথিবী থেমে যাক,
নিঃস্তব্ধতায় ঢেকে যাক চরাচর,
শুধু তার নিঃশ্বাসটুকু বাজুক কানে,
সমস্ত ব্যস্ততার অস্ত হোক দিনের শেষে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

বিসর্জনের ছাই

লিখেছেন রানার ব্লগ, ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:০৯




একদিন দগ্ধ ঘাসে ভালোবাসা পুড়িয়ে দেব।
সর্বাংগে ওর ছাই মেখে আমি বৈরাগ্য নেব।
রগড়ে রগড়ে ধুয়ে ফেলব শ্রবন মেঘের জলে।
কায়াটা কে শুকতে দেব তোমার বাড়ির উঠনে।

পায়ের নখে গজিয়ে উঠবে শেয়ালকাঁটা,
তোমার নাম ধরে ডাকলেই বিঁধবে পাঁজরে।
নিস্তব্ধ চাঁদ রাতে জেগে থাকব একা
তুমি ঘুমিয়ে পড়লে,
কাঁদবে শিউলি বকুল চামেলি বদ্ধ দরজার... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

নিস্তব্দতায় একা

লিখেছেন রানার ব্লগ, ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৩০




এই যে বললাম, আমি ভালো আছি।
আমি কিন্তু ভালো নেই। প্রচন্ড খরায় কাটছে সময়।
গ্রিষ্মের তাপে বাষ্পীভূত হৃদয় নামক বস্তুটি।
এখানে ফাগুন আসে না সেই অযুত সহস্রাব্দ থেকে।
মেঘ করে আধার নামে না,
বৃষ্টির ফোটা আকে না কপালে।

পূর্ণিমায় দুয়ার খুলে চেয়ে থাকি,
রুপালি আলোয় ধুয়ে যায় নিঃশব্দতা।
জোছনারা খেলা করে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

আধারের দাবানলে তুমি

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৫





নিঃশব্দ গোধূলিতে,
তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে,
যেখানে শব্দেরা মৃত, কেবল নিঃশ্বাসে বেঁচে থাকে ভালোবাসা ,
তোমার চুলে জড়িয়ে থাকা বিকেলের আলোয়
একদিন হারাতে চাই।

সিমানায় ঠায় দাঁড়িয়ে থাকা আকাশে
ভাঙা নক্ষত্রের গায়ে তোমার নাম লেখা থাকে,
জ্যোতিষীর আঁচড় থেকে মুছে গেছে সব ভবিষ্যদ্বাণী
তবু, তোমার আঙুলে লেগে থাকে এক প্রাচীন মহাবিশ্বের আশ্বাস।

জানি,
আলো মরে যায়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

তুমি আমি আর আমাদের দুরত্ব

লিখেছেন রানার ব্লগ, ১১ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৩



তুমি আর আমি
দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে,
নেই কোন লোভ চুম্বনের ,
ছোঁয়ারও কোন প্রয়োজন নেই
অথচ প্রতিটি নিঃশ্বাসে কেবলি তুমি।

তোমার হাসি সুবাসিত নয়,
কিন্তু সে আমায় মাতাল করে
যেন তরংগ বিহীন কোন সুর বাজে
মন্থর বাতাসে, রাতের নিস্তব্ধতায়।

তোমার স্পর্শ পাই না,
তবুও অনুভব করি
তোমার অপ্রকাশিত ভাবনা গুলো
পৌঁছে যায় হৃদয়ের গভীরে।

ভালোবাসা,
যা শরীর ছুঁয়েও ছোঁয় না,
যার চাহনিতে বলে হাজার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

চাও এগোতে?

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৫



উৎসর্গ করা হল সেই সকল সাধারন ভুক্তভুগী গাজাবাসীদের প্রতি, যারা মৃত্যুকে বেছে নিতে বাধ্য হয়েছে।

তুমি নির্মম হলে
আমি হবো কঠর, কঠরতম
তুমি আমায় বাস্তু চ্যুত করেছ
আমি তোমায় পৃথিবী চ্যুত করব
লৌহকঠর মুষ্ঠাঘাতে।

তুমি যদি আগুন ছোড়
সেই ভস্ম থেকে হব ফিনিক্স
তোমারি বুকের পাঁজরে,
আজরাইল হয়ে নেমে আসবো
মৃত্যুর ডানা মেলে।

আমায় যদি নিঃস্ব করো,
আমি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

এই শহর আমার নয়

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০২




এই শহর আমার নয়
ধুলিমলিন, পোড়া ধোঁয়ায় ঘেরা
ধূসর এক স্বপ্নহীন চেহারা।
এই শহর, আমার নয়।

ঘোলাটে চোখে জমে হাহাকার,
চেনা মুখেও অচেনার ছাপ।
পথে পথে স্বপ্নরা পোড়ে,
আলোর ছায়ায় খেলে আঁধার।

এই শহর ক্লান্তির দেয়াল,
পলেস্তার ঢাকা নীরব হাহাকার।
প্রতিটি দেয়ালে শব্দের মৃত্যু,
প্রতিবাদ নয় যেন আকুতির আর্তনাদ।

এই শহর আমার নয়।
অসংখ্য বোবা মুখ,
ক্ষুধার্ত চোখে চেয়ে থাকে
নিঃস্ব... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     like!

আমার বড্ড ক্ষুধা পায়ঃমানুষের জন্য

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৯




শুধু খাবারের জন্য ক্ষুধার্ত নই আমি,
কখনো কখনো ক্ষুধা পায়
স্মৃতির কুয়াশায় হারানোদের জন্য।
একটি হৃদ স্পন্দন থামিয়ে দেয়া
যাদুকরি কন্ঠের জন্য,
একজোড়া চঞ্চল চোখের চঞ্চলতার জন্য,
একটা উষ্ণ হাতের উষ্ণতার জন্য।

তুমি, তুমি কি এখনো আকাশ দেখ?
কিংবা তুমি, প্রতিজ্ঞা করেছিলে সারাজীবন পাশে থাকবে,
সেই তুমি কি কোনো এক দুপুরে আমায় খোঁজে?
অথবা পরন্ত... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

তোমার প্রতিক্ষায় কাটিয়ে দেই যৌবন

লিখেছেন রানার ব্লগ, ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৪৪



তোমাকে ঠিক সেভাবেই চাই,
যেভাবে মানুষ শবে কদরে খোদাকে চায়।
রাতের আধার যেভাবে ভোরের প্রতিক্ষায়
জ্বলন্ত সুর্য কে আহবান করে।
ঠিক তেমনি আকন্ঠ পিপাসায় তোমায় আহবনা করি।

আমি তোমাকে চাই হৃদয়ের গভীরে,
যেভাবে বৃষ্টির ফোঁটা চুম্বন করে তপ্ত মাটিকে,
যেভাবে সন্ধ্যা তারা জড়িয়ে ধরে রাতের আকাশ,
তেমনি তোমার অস্তিত্বে লীন হয়ে যেতে চাই।

আমি তোমাকে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

ছাঁদ কুঠরির কাব্যঃ এক পায়ে নুপুর আমার অন্য পা খালি ।

লিখেছেন রানার ব্লগ, ১৯ শে মার্চ, ২০২৫ রাত ১:০৫




টিং টিং করে কিছু একটা মাথার কাছে বেজেই যাচ্ছে । কাঁচা ঘুম ভেঙ্গে যাওয়ায় মেজাজ খারাপের চূড়ান্ত অবস্থা । হাতিয়ে যাচ্ছি । শব্দের উৎস খুজে পাচ্ছি না । চোখ বুঝে ঢুলতে ঢুলতে হাতে সাথে মোবাইলের ছোট খাট একটা মুখমুখি সংঘর্স লেগে যাবার পর মোবাইলটা কে হাতিয়ে নিলাম । তখনো বে-শরমের... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     like!

আছিয়া

লিখেছেন রানার ব্লগ, ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১:১০





ফুলের মতো ছিল সে
স্বপ্ন ছিলো রংগীন চোখে
অমানুষের ভয়াল থাবায়
নষ্ট জীবন অশ্রু চোখে

অসহায় এক নিষ্পাপ প্রান
কে দেবে জবাব আজ
বিচারহীন এই সমাজে
তুলবে কি কেউ জোর আওয়াজ?

শত আছিয়া উঠবে জেগে
দাবিয়ে রাখা যাবে না আর
ধর্ষকের নোংরা থাবা গুড়িয়ে দেব
রুখবে এমন সাহস কার?

আমারা আগুন,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

ছাঁদ কুঠরির কাব্যঃ তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

লিখেছেন রানার ব্লগ, ০৯ ই মার্চ, ২০২৫ রাত ২:৫৯




বিকেল তিনটা বেজে ছয় । খানিকটা কুঁচকে যাওয়া পাঞ্জাবী পরে আর হাতে রজনীগন্ধার দুইটা ডাটা নিয়ে সোরওয়ার্দি উদ্যানে দাঁড়িয়ে আছি । গোলাপের দাম বেশি ঠিক সামর্থে কুলালো না । আদৌও কি আসবে নাকি অন্য সব দিনের মতো এটাও একটা খামখেয়ালি ভাবনা । কে জানে ? কোথাও বসার কোন জায়গা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

এখন আমার দুঃখ বারোমাস

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০০




এখন আমার দুঃখ বারোমাস
রাত্রি জাগা ভাদ্র মাসের কুকুর
নিত্য করি দুঃখ ঘাসের চাষ
হেজিয়ে যাওয়া নষ্ট পচা পুকুর।

এখন আমি স্বপ্ন দেখি ভুল
জলে ভাসাই শূন্য মেঘের ধূলি,
চোখে জ্বালাই ব্যার্থ বুকের আগুন
যা ছুয়েছি তা হয়ে যায় ভুল।

এখন আমার দিনগুলো খুব বোবা
আঁকড়ে ধরে বুকের পাঁজর ভাঙে,
মড়মড়িয়ে শব্দ গুলি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

আমার মিনার ভাংলো যারা

লিখেছেন রানার ব্লগ, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৩২



ওরা শহীদ মিনার ভাংগে নাই
আমার বুক ভেংগেছে।
আমার অস্তি মজ্জা গুড়িয়ে দিয়েছে
আমাকে খন্ড বিখন্ড করেছে।

ওরে ও হার্মাদের দল
আমার ভাষা আজো দৃঢ় প্রত্যয়ে জাগ্রত
আজো হুংকার তোলে আসমানে জমিনে
জাগো বাহে কুনঠে সবাই চিৎকারে
পাপিষ্ঠের আন্তরে হানে বজ্রাঘাত।

ওরে তঞ্চক ওরে প্রবঞ্চক
যে হাতে তোর হাতুড়ি চলে
সে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

বসন্ত মরে গেছে

লিখেছেন রানার ব্লগ, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩০

বসন্ত আসে নাই
আমার দুয়ারে বসন্ত আসে নাই
বাতাসে আগুনের হল্কা,
বারুদের দুর্গন্ধ,
আকাশে শকুনির ছায়া।
অলিতে গলিতে হায়নার চিৎকার,
বসন্ত লুকিয়ে গেছে।

ককিলের কন্ঠ রুদ্ধ আজ
পেয়ারর ডালে ওঠে না দোল,
পলাশের গায়ে লাগে না রঙ,
বাতাসে নেই মৃদু গুঞ্জন,
শিকলের ঝন ঝন বাজে,
বসন্ত জেলে আছে।

প্রিয়ার চোখে লাগেনি কাজল
চুলে গোজেনি ফুল
কানে দোলেনি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৪৩৪৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ