তৃষিত শহর
তৃষিত শহরের বুকে
জল নেই, প্রান নেই - শুধু ধোঁয়া ।
আকাশের চাঁদর ছিঁড়ে ,
সূর্যের আলক রশ্মি ফাঁকি দিয়ে
নেমে আশে ছায়ার কোলাহলে ।
ধুলির চাদরে মোড়া
শুকনো গলিপথ,
চোখে চোখে কথা নেই ,
শুধুই লোভ, প্রতিহিংসার হাহাকার ।
জলে আর পদ্ম ফোটে না ,
শহরের দেয়ালে দেয়ালে
আস্পষ্ট স্বপ্নেরা অংকিত... বাকিটুকু পড়ুন