ব্লগার মিরর দৌলাকে বলছি।
আপনাকে কিছু কড়া কথা আজ বলবো। ব্লগে বর্তমানে আপনার কোন অবদান নেই। সামুর যে ব্লগপেইজটা আপনি চালান, সেখান থেকে সব পোষ্ট আপনি ড্রাফটে নিয়েছেন। সেটা আপনার ব্যাপার। আমি ঠিক জানি না, আপনি কি কারণে ব্লগে কমেন্ট করে করে অহেতুক অশান্তি আনতে চাচ্ছেন। অনেকের সাথে বেয়াদবের মতো কথা বলেছেন। এটা আর করবেন না।
আপনার বেয়াদবির পিছনে যে মোটিভই থাকুক, আমার তাতে কোন আগ্রহ নেই। আপনি সিধা পথে চলার চেষ্টা করুন। সিধা পথ খোদা পছন্দ করেন। এঁর যদি সিধা পথ কি তা না জানা থাকে, আমার কাছ থেকে ফ্রি কাউন্সেলিং নিতে পারেন।
আপনাকে মনে রাখতে হবে, ভিন্ন মতকে যারা সম্মান করে না, তারা ফ্যাসিস্ট।
গেট ওয়েল সুন।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫১