বাস্তবতা
পড়লে ঠেকায় ডাকবে বাবা
আমায় রেখে কোথায় যাবা
আবেগ দিয়ে ভাব জমাবে
মাগনা পেয়ে কাজ করাবে।
বাড়ি গাড়ির লোভ দেখাবে
কাজ করে দাও সবই পাবে
এমনি করে তেল মাখাবে
নিজের খেয়ে মোষ তাড়াবে।
সকল সময় খাটিয়ে নিবে
তোমায় ওরা বাহবা দিবে
তুমি ভাল ছেলে হবে
আশায় আশায় দিন কাটাবে।
প্রহর দিবস বছর যাবে
স্বপ্ন গুলো স্বপ্ন রবে
হঠাৎ তুমি... বাকিটুকু পড়ুন