যখন আমি জন্ম নিলাম,আমি রক্তাক্ত
আমার শৈশব কাটিয়েছি,আমি কদমাক্ত
.
আমি রৌদে পুড়ে হয়ে যায় ঘামাক্ত
জুতো নেই পায়ে,তবুও হেটে চলি অবিরক্ত
.
হাজার চোট পেয়েও নিজেকে করে তুলি শক্ত
কারন আমি যে সত্যের ভক্ত
.
আর তুমি জন্ম নিলে রক্তাক্ত
শৈশব কাটালে আরামাক্ত
.
এসির হাওয়ায় শান্তিমক্ত
রক্ত চুষে দেখাও বড়ত্ব
.
তবুও সবাই তোমার ভক্ত।
.
সবার কাছে তুমিই মহান
আর আমি হলাম বিষাক্ত
.
Muhammad Arju (পথহীন মুসাফির)