somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

আমার পরিসংখ্যান

সেলিম আনোয়ার
quote icon
Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আরও একটি কবর খোঁড়া

লিখেছেন সেলিম আনোয়ার, ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৪

গোরস্থানে গিয়ে দেখি
আরও একটি কবর খোঁড়া
নতুন কেউ আজ মরেছে
এমন করে বাড়ছে শুধু
কবরবাসী, পৃথিবী ছেড়ে যাবে সবাই
মালাকুল মওত ব্যস্ত সদাই
কখন যে আসে ঘরে
মৃত্যুর যে নেই ক্যালেন্ডার
যে কোন বয়সে আসতে পারে
মৃত্যুর ডাক, যেতেই হবে
অন্ধকার কবরে, দম্বভরে
চলা ফেরায় নে ই কোন লাভ।
মাটির দেহ মাটিতে যাবে মিশে
ছাড়তে হবে রাজপ্রাসাদ
ঈমান আমল সঙ্গে যাবে
বাকি সব পড়ে... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

প্রার্থনা

লিখেছেন সেলিম আনোয়ার, ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪২

আমার বাবা ঘুমিয়ে থাকে
শারদ শিশির ভেজা দূর্বাঘাসে
ঘাসের গায়ে জমা পানি
ভিজিয়ে দিলো নগ্ন পা দুখানি
ভিজলো আমার চোখের পাতা অশ্রুজলে
চোখের দু পাড় উপচে পড়ে
চিবুক ছূঁয়ে মাটির টানে
শিশির ভেজা ঘাসের উপর মাটির ভেতর
আর কটা দিন বাঁচবো হেথা, স্রষ্টা জানে
কেন যেন সব থেকে বেশি লাগলো আপন
আমার বাবার মাটির কবর গোরস্থানে
বাবা তুমি যেমন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

touch Zem! পরশ পাথর !!

লিখেছেন সেলিম আনোয়ার, ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১২



Touch zem touch zem
What's your name? How about You
You can bring the rain on desert
You can lit the light in darkness
You can bring the heaven on earth
You make me so proud Zem
You make it so loud and clear
You make me calm and quite;
Which is the warning of a strong... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

Bring it back !!!!ফিরিয়ে আনুন

লিখেছেন সেলিম আনোয়ার, ০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৫


Bring it back
Previous glory is calling us near
Let us feel proud again
Let us have chorus and dance
And gain the ultimate beauty
No doubt you are beautiful
And I am strong and stout
Let us break the ice
Let us have melody of rain twice
You know rain is every where
There was no... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

আসবে ফিরে বীরের বেশেস্বাধীনতার কারিগর আপন হাতে

লিখেছেন সেলিম আনোয়ার, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০২



আসবে ফিরে বীরের বেশে

আসবে ফিরে বীরের বেশে
মাতৃভূমি বাংলাদেশে আপন নীড়ে
মায়ের কাছে মাটির কাছে
একাত্তুরের ঘাঁটির কাছে
কবে যে আসবে ফিরে
সবাই আছে সেই পথ চেয়ে।
দেশের ছেলে আসবে দেশে
বীরের বেশে দেশকে ভালোবেসে।
ভাইটি তার নেই যে আর
তা যে অসহনীয় বিয়োগ ব্যাথার
মায়ের অসুখ বৃদ্ধ বয়স
প্রাণটি তার তাই সদাই আকূল।
কখন যে আসবে ফিরে!
দেশের মানুষ আছে চেয়ে
দেশটা... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৫২ বার পঠিত     like!

পরিত্যাজ্য!!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০

ভোট না দিলে হবে বউ তালাক
থাকবে না ঈমান, আমল সব যাবে চুলোয়
এই রকম ফতোয়া বাজী প্রচারণা
আগামী নির্বাচনে থাকতে
পারে ভোটে ।
এরা সবাই আসলে বদ্ধ উন্মাদ
ক্ষমতার লোভে পড়ে হয়েছে বরবাদ ।
তাদের কথা জনসাধারণ
কেউ নেবে না কানে
সাধারণ মানুষ এখন তাদের
ওসব ভন্ডামি জানে
লোভে পাপ পাপে মরণ
অমন মরা করে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

তুমি ছাড়া ভালো লাগে না !!!

লিখেছেন সেলিম আনোয়ার, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪

তুমি ছাড়া ভালো লাগে না ঐ পূর্ণিমা চাঁদ
মায়াবী জোছনা মাখা রাত
সবই যেন নিস্ফল চারিদিকে
যেন তুমি নেই জিকির ওঠে
সেই হৃদকম্পন প্রেমহীন অনুধাবন
তুমি ছাড়া ভালো লাগে না ঐ ছায়া ঘেরা মাঠ
ভালোবাসা পাঠ আম্র কানন মানুষের হাট
প্রাণের স্পন্দন।
তুমি ছাড়া ভালো লাগে না অবিরাম বৃষ্টি
তুমি ছাড়া চাঁদের আভা বাজায়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

অভিমানী আকাশ !!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬


মেঘাচ্ছন্ন আকাশ,
বৃষ্টি গেছে থেমে
ঝিরিঝিরি বাতাস
থমকে গেছে যেন
তোমার অভিমানে।
আমি আছি দূরে
পাবে না যে খুব সহসা
তোমার আশে পাশে
রিমঝিম ঝিম বৃষ্টি নামে
বেদনার অশ্রু যেন ঝরে
কেমন লাগে বদ্ধ ঘরে
মন উচাটন ব্যথাভারে
বসে থেকো প্রতীক্ষার বারান্দায়
আসবো সময় করে
আমিও যে আছি বসে
জানালার ধারে
তোমার বিয়োগ ভারে
বিচ্ছেদ যন্ত্রণায়
রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
তোমার কথা মনে পড়ে
অপার ভালোবাসায় ।


বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

স্মৃতির পাখিরা!!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১০

স্মৃতির পাখিরা উড়ছে ডানা মেলে
বোধের আঙিনায় ,
সেখানে শুধু আমি তুমি
কপোত কপোতী
অপার ভালোবাসায় ।
চলার পথে ছিল যতো বাঁধা
আমরা করেছি যে জয়
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে
সুদীর্ঘ পথ চলা মোদের
আমরা করিনি যে ভয়।
স্রষ্টার অশেষ কৃপায়
জীবন চলার পথে
পাহাড়ী ঝর্ণা ধারার মতো
আমরা যে বাঙময়।
স্মৃতির পাখিরা
আবারো কাছে ডাকে,
শুধু তোমায়... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

বিচার হবে কঠিন বিচার!!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭

বিচার হবে কঠিন বিচার
একে একে পড়বে ধরা সবে
কৃতকর্মের হিসাব নিকাশ
দিতে হবে যে আদালতের কাঠগড়ায়
বেড়ে গিয়েছিল যে খুব
ওদের উপদ্রব
সত্য কে মিথ্যা বলতো
মিথ্যাকে বাস্তব ।
পার পাবে না কেউ
দূর্নীতি বাজ চাঁদাবাজ দাগাবাজ
যারা বাঁধায় দাঙ্গা ফ্যাসাদ
পার পাবে না এবার ।
নতুন বাংলা গড়তে হবে
এই করেছি পণ
সবাই যেথা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

ঈদে মিলাদুন্নবী

লিখেছেন সেলিম আনোয়ার, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৭

আজ আনন্দের দিন দারুন খুশির দিন
এই দিনে জন্মেছিলেন ভবে রাহমাতুল্লিল আলামিন ।
আজ পৃথিবীর বুকে নেমে এসেছিল আলো
অজ্ঞতার সব অন্ধকার ঠেলে
পৃথিবীর বুকে উঠলো খুশীর জোয়ার তারে বুকে পেয়ে
নূর নবী মোহাম্মদ পেয়েছিলেন আলোকিত পথ
আল্লাহ তায়ালার অশেষ কৃপায়
সেই পথে শান্তি আর কামিয়াবী সন্দেহ নেই তাতে।
রোজ হাশরে সবাই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

এসেছে মধুর লগণ!!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২

এই ক্ষণ যেন মধুর লগণ
থেকে থেকে ঐ ডাকে গগণ
ঝিরঝির হাওয়া বহে
যেন বহে সুখের পবন।
তুমি আছো দূরে যেন
বিহগের সুরে তাই বাজে এই প্রাণে
এই বাহুডোরে তোমায় চাইছে যে এ মন।
এই মায়াবী রাতে তোমার ওষ্ঠে আমার ওষ্ঠ রেখে
চলনা দুজনে
রচিবো মধুর প্রণয় ক্ষণ।
রাতের আঁধার যেন চুপি চুপি বলে
এসেছে প্রণয়... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

তোমার মনের ভেতর!!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪৯

আবার উঠলো ঝড়
সাথে আছে বৃষ্টি
শীতের সকাল যেন
দিয়েছি কাঁথা মুড়ি ।
হলো না যাওয়া বাইরে
সেই সুযোগ আজ নেই যে,
ঘরে বসে থেকে মন ছুটে যায়
জানালার বাহিরে‌।

মনের নেই যে মানা, মনের আছে ইচ্ছে ডানা
উড়তে নেই মানা আছে সেই অধিকার ।
কেমন করে তোমার কাছে যেতে হবে
মনের আছে জানা।
মন থাকে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

ব্লগে দ্বাদশ বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন সেলিম আনোয়ার, ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১




অতঃপর
বারোবছর পূর্ণ হলো
দর্প তোমার চূর্ণ হলো
অবজ্ঞার সাতপেয়ালা জল পিয়ে
তোমার প্রাণে আমার প্রেম
মনের সুখে বাঁধলো বাসা
যেন প্রেমের জয় হলো
তোমার আমার যাত্রাপালা
পৃথিবীর এই রঙ্গমঞ্চে
নতুন এক মাত্রা পেলো।
আন্দোলনে সংগ্রামে
টিকে থাকার লড়াইয়ে
আমাদের যূথবদ্ধতা
দৃষ্টান্ত দেবার মতো।
মোদের এই চলার পথে
যুক্ত হলো আমার লেখা কবিতাগুলো
তোমার গান গল্পকথা প্রেমবারতা
সম্পূরক এক কাব্য হলো;
একটি পাখির... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

একটা মারলে একটাই মরে

লিখেছেন সেলিম আনোয়ার, ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০২

একটা মারলে একটাই মরে
অন্যরা কেউ যায়না সরে
মৃত্যু ভয়ে পালায় না তারা
সঙ্গে তাদের যেন ভয়হীন এক প্রাণ
এ যেন মিছিল নয়, যুদ্ধের ময়দান।
শহীদ হবার নেশা তাদের প্রাণে
গাজী হবার নেশা, ভয়ের লেশ নাই
জীবনবাজি রেখে তাই
নেমেছে তারা রাজপথে মিছিলে শ্লোগানে
আবু সাঈদ মুগ্ধ তারা
বুক চেতিয়ে ধরে ।
তপ্ত বুলেটও যে ভীষণ অসহায়
তাদের মোকাবেলায়
যমদূতও যেন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৪৬০৮৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ