উপরের ছবিগুলো দেখে মনে হবে,পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীরা শেষ সময়ে রিভাইস দিচ্ছে। আসলে দলবদ্ধ হয়ে এরা কিছুক্ষন আগে পাওয়া প্রশ্ন সলভ করছে।এভাবেই পরীক্ষার ২/৩ ঘন্টা আগে অনলাইনে প্রশ্ন ফাস হচ্ছে আর দলবদ্ধ হয়ে স্মার্ট মোবাইল ও ল্যাপটপে সেই প্রশ্ন পেয়ে সমাধান করে পরিক্ষা হলে যাচ্ছে।
কষ্টটা হলো,সরকার নিজের সাফল্য প্রমান করতে পাশের হার এবংA+ বেশী দেখানোর জন্য কিছু করবে না।স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন,এতো সুযোগ পাওয়ার পর কিভাবে ফেল করে?
আবার শিক্ষামন্ত্রী নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, প্রশ্ন ফাঁস কিভাবে সামলাবো?
কিন্তু উপরের ছবিতে যেটা দেখা যাচ্ছে,যেসব গার্জিয়ান ফাস করা প্রশ্নে পরিক্ষা দিতে সাহায্য ও উতসাহ দিচ্ছে,তারাও কি মনুষ্যত্ব হারিয়ে ফেলছে? তারা কি তাদের সন্তানদের ভবিষ্যতের চোর বানাচ্ছেন না?
ছবি:ফেসবুক।
তথ্যসুত্র
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:১৩