আমার দেখা সুন্দর দৃশ্য্গুলোতে
গতকাল যোগ হলো আরো একটি দৃশ্য।
গতকাল দুপুরে অফিস থেকে বের হয়ে
সিগারেট ফুকার উদ্দেশ্যে টং দোকানের সামনে দাড়িয়েছিলাম।
সিগারেট টানতে টানতে হঠাত দেখি
দোকানের সামনে একটি মেয়ে দাড়িয়ে দাড়িয়ে আয়েশি ভংগিতে সিগারেট টানছে
আর চায়ে চুমুক দিচ্ছে।
সেখানে দাড়িয়ে থাকা সবকটা মানুষই
বাকা চোখে দেখছিলো মেয়েটিকে।
কিন্তু সে সেসব কেয়ার করছিলো না।
কি সাবলিল ভাবে সিগারেট টানছিলো সে!
তার সাবলিলতা যেন বলছিলো-
ওহে বাকা চোখ এই রাজপথে দাড়িয়ে সমবেত সকলের মত
আমারও আছে সিগারেট ফুকার অধিকার।
চিনে রাখো আমাকে,দেখে রাখো আমাকে।
নারি হিসেবে না, মানুষ হিসেবে।
মনে মনে স্যালুট দিলাম তাকে।
আর বললাম-
ওড়াও মেয়ে ধোয়া তুমি সুখটানে সুখটানে।
দেখুক সবাই তোমারো আছে দখল নিকোটিনে।