ছন্দবিহীন নদীর পাতন
তোমার ঐ চোখের তারার
কোমল নদীর মৃদু স্রোত
হৃদয় আয়নার দুরবীনে
আজ হোক না জরীপ ।
চোখের তারার ছলকানিতে
হৃদয় কোণায় রক্ত ঝরে
জরীপ প্রতিবেদন ভুবন কাপে
চাঁদ ডুবে যায় তমসার কুহকে।
ছন্দ বিহীন নদীর মনাঘাতে
নীল আকাশের সুরগুলো সব
ভিন্নলয়ে অতি বেসুরো বাজে
দেয়না ধরা ছুতেও পাই... বাকিটুকু পড়ুন