ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া
শহীদুল ইসলাম প্রামানিক
ঘোড়া ডিঙিয়ে অনেক লোকে
খাচ্ছে নাকি ঘাস
পিওন দারোওয়ান তারাও নাকি
খেলছে বসে তাস।
কারো কথা কেউ মানে না
সবাই নাকি বস
উঁচু নীচুর নাই ভেদাভেদ
নাই নাকি রসকষ?
নরম স্বভাব দেখলে পরে
তাকেই উল্টো ঝারে
পদ পদবী যাহাই হোক না
কে দাম দেয় কারে?
ধমক দিলেই পাল্টা ধমক
কেউ করে না ভয়
সব লোকেরই নেতা থাকায়
এসব নাকি হয়।
এমনিভাবে ঘোড়া... বাকিটুকু পড়ুন