সুখে থেকে কেউ কবি হতে পারেন না।
যারা সুখের কবিতা লিখতে পারেন, লিখে যান,
তাদের পংক্তিগুলোর গভীরেও থাকে
কোন রুদ্রাণী শকুনির নখের আঁচর,
নয়তো কোন হিংস্র বাঘিনীর দংশনের গভীর ক্ষত।
এসব যন্ত্রণা নিয়েই কবিরা লিখে যান অনুভবের কথা।
সেসব কখনো কল্পিত সুখের কথা হয়, কখনো দুখের।
পাঠকেরা কখনও সুখী কবির দুঃখ দেখতে পান না।
ঢাকা
১৬ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ দুপুর ১২:১৬