আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।
সম্প্রতি ১ জন অপকবিকে উনার কুশ্রী পদাবলির জন্য সেমিব্যান নাকি কিছু একটা করেছেন "এডমিন টিম"; সেটার পাবলিক পোষ্ট আপনারা পড়েছিলেন। উহাতে সঠিক মন্তব্য করার পর, আমাকে সেমিব্যান করা হয়েছিলো; ৪/৫ দিন সেমিব্যানে থাকার পর, জেনারেল করা হয়। জেনারেল ষ্টেটাসে বলা হচ্ছে, আমি কমেন্ট করতে পারবো; কিন্তু সেটাও করতে পারছি না; এভাবে, আমার প্রীভিলেইজ কেড়ে নেয়া অন্যায়।
ঘটনাটা ঘটেছিলো এভাবে: এডমিন টিমের নারী ব্লগার মানহীন, বিরক্তিকর, একটু আলফা টাইপের ১টি ছড়া প্রকাশ করেছিলেন। উহাতে কুশ্রী পদাবলি দিয়ে মন্তব্য করেছিলেন অপ-কবি। সেটার প্রতিবাদ করেছি আমি। অপ-কবির মন্তব্যটাকে নারী ব্লগার মুছে দিয়েছিলেন; সেই পোষ্টে আমার কমেন্টগুলোকেও মুছে ফেলা হয়েছে। এরপর ঘোষণা দিয়ে অপকবিকে সেমিব্যান করা হয়েছে। সেই পাবলিক পোষ্টে আমি অপ-কবিকে "অপকবি" বলেছি; উহার জন্য আমাকে সেমিব্যান করা হয়, এখন আমি জেনারেল!
আমাকে শাস্তি কেন? আসলে এডমিন টিম আমাকে টার্গেট করেছে সেই ২০১৬ সাল থেকে; আমার ৭টি নিক ব্যান করেছেন, এই নিকটির ২ বছর ৯ মাসের মাঝে ১৩ মাস "সেমিব্যানে" ও জেলারেল অবস্হায় আছে।
আমার প্রতি এই অবিচার বন্ধ করা হোক।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৬