অবস্থানের সাথে মন আমার ব্যাস্তানুপাতিক,
বলে যাই যত দূরে ততো কাছের অপ্রতিষ্ঠিত সমীকরণ।
তোমাকে ছেড়ে থাকা এতটাই কঠিন,
যতটা সহজ তোমার প্রতিটি চুল গুনে গুনে
মোট সংখ্যা নির্ণয় করা।
তোমাকে ছেড়ে থাকা এতটাই কঠিন,
যতটা সহজ তোমার ভেতরে ঢুকে
সব ভেঙেচুরে আবার সুনিপুণ ভাবে তোমাকে গড়ানো।
তোমাকে আকাশ দিতে পারিনা সে সত্য,
কিন্তু বাতাসের সাথে যে ভালোবাসা মিশিয়ে পাঠিয়ে দেই ,
তাতে মিথ্যে অভিনয়ের লেশ মাত্র থাকে না।
তোমাকে ছুঁয়ে দেখতে পারিনা,
যখন বৃষ্টির ফোটা পড়তে শুরু করবে,
তখন তুমিও বৃষ্টিকে আলিঙ্গন করে নিও,
ক্ষণকালের জন্য তোমায় ছুঁয়ে গড়িয়ে পড়বো মাটিতে।
গোপন করে রেখো আমি এসেছিলাম বৃষ্টি হয়ে,
নইলে বৃষ্টি লজ্জায় শুকিয়ে যাবে তোমার ভেজা শরীরে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪