দুদিন আগে যে ছাত্র ও তার মা বোল্লো প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভদ্র আল্লাহ রসুল বিষয়ে কোন খারাপ মন্তব্য করে নি, ঠিক তার দুইদিন পরে সেই ছাত্র একজন সন্ত্রাসীর ভয়ে ভোল পাল্টিয়ে ফেল্লো । নতুন পান্জাবী পরে মসজিদে গিয়ে বোল্লো -- প্রধান শিক্ষক নাকি 'তুই নাপাক, তাের আল্লাহ নাপাক' বলে কটুক্তি করেছেন-- কোন মিথ্যা কথা বোলতে গেলে কিছুনা কিছু ফাক থেকে যায় । এই ক্ষেত্রে ও ঠিক তাই হয়েছে ।
আমাদের দেশে হিন্দু মুসলিমের বাচন ও কথনের মধ্য কিছু পার্থক্য আছে । আমরা যেমন পানি বলি হিন্দুরা বলে জল , আমরা যেমন গোসল বলি হিন্দুরা বলে স্নান বা চান , আমরা যেমন ভাই,ভাইয়া ,ভাইজান, আপা,আপু, বুবু ইত্যাদি বলি হিন্দুরা বলে দাদা , দিদি । মুসলমানরা বলে চাচা চাচী হিন্দুরা বলে কাকা কাকি । পাক অথবা নাপাক এই শব্দ গুলো হিন্দুরা ব্যবহার করে না সুতরাং বোঝাই যাচ্ছে গল্পের গোড়ায়ে গলদ ।
ফেস বুকে দেখলাম আরো কিছু ছাত্রকে দিয়ে একই কথা বলানো হয়েছে (সেলিম ওসমানের ভয়ে) যারা ঐ সময়ে ঐ ক্লাশে ছিল -- সেই একই কথা -- 'তুই নাপাক, তাের আল্লাহ নাপাক' !!! কিন্তু মুল সত্য হোল হিন্দুরা পাক বা নাপাক শব্দ তাদের কথনে ব্যবহার করে না । মিথ্যা বোলতে গেলে দুই একটা ফাক ফোকর থেকে যায় ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ সকাল ১০:৫৮