অজস্র প্রতারনা আর ভন্ডামীর মাঝেও
আমি ভালোবাসা খুজে বেড়িয়েছি।
ভালোবাসা খুজেছি আমি
প্রভাতের দুবলার ডগায় একফোটা
শিশির বিন্দুর মাঝে।
যেখানে শিশির প্রহর গুনছে
প্রভাকরের আলোয় নিজেকে সপে দিতে।
ভালোবাসা খুজেছি আমি
তপ্ত খর রোদে ক্লান্ত রাখালের
বাশির মুর্ছনায়।
যেখানে রাখাল বট বৃক্ষে গা হেলিয়ে
মেতে উঠে শুরের খেলায়।
ভালোবাসা খুজেছি আমি
শিল্পীর নিপুন হাতের ছোয়ায়
যেখানে রং তুলি নিয়ে রংয়ে রংয়ে
ফুটিয়ে তোলে প্রিয় মানুষটির মুখচ্ছবি।
ভালোবাসা খুজেছি আমি
গোধুলি লগনে ডুবতে যাওয়া
সূর্যের শেষ আলোয়।
আধো আলো আধো ছায়ায়
দুটি মানব মানবীর মাঝে
ভালোবাসা খুজেছি আমি।।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ সকাল ১১:৪৩