অম্বর ঘন ডম্বুরু বাজে
অম্বর ঘন ডম্বুরু বাজে
অন্দরে তবু নুপূর বাজে,
সোনার পাখি পেখম তুলে
সুরা হাতে কল্লোল তানে।
ঘোরঘোর চোখে মৃদু চাহে
বীণার ঝংকার নাহি থামে,
মদন রতি ছুড়ে মারে
অন্দরে অন্দরে সুন্দরী নাচে।
চিক্কুর সমেত ডঙ্কা বাজে
প্রলয় লীলার তান্ডব চলে,
বিরাণ বনে শূণ্য মাঠে
অন্দরের মাঝি বানর নাচে।
কালের কন্ঠ আছে শত
রাজার কার্যে রাজ্য নত,
আমরা তবু ধ্যান রত
সঙ্কায় সাজে বিপদ যত। বাকিটুকু পড়ুন