১/ইঞ্জিন বা মোটর সারাবার পর যখন
হাতে তেল
লেগে থাকবে, তখনই নাক
চুলকোবে।
২/টেলিফোনে ভুল নম্বর ডায়াল করলে কখনো সেটা এনগেজড
বা বিজি থাকে না।
৩/যে লাইনে দাঁড়িয়েছেন, সেই লাইন
ছেড়ে অন্য
একটা লাইনে দাঁড়ালে দেখবেন
আগের লাইনটাই দ্রুত এগোচ্ছে।
৪/কাউকে নিয়ে যখন ঘুরছেন, তখন যাঁকে চান
না আপনাদের একসঙ্গে দেখেন-
তাঁকে দেখার সম্ভাবনাই বেড়ে যাবে।
৫/যখন কাউকে দেখাতে চান যে,একটা জিনিস
কাজ
করছে না, তখনই সেটা ঠিকঠাক কাজ করে বসে।
৬/মেইলবক্স বা পোস্টবক্স দেখা মাত্র আপনার
মনে পড়বে যে চিঠিটা পোস্ট করার
কথা ছিল, সেটা সঙ্গে নেই।
৭/বাসে উঠে বা অফিসে এসে ভাবনা শুরু হবে,
বাড়ির ফ্যানটা, লাইট, চুলা বা পাম্পটা বন্ধ
করে এসেছেন কিনা।
৮/অনেকক্ষণ থেকে পড়াশুনা করছেন কিন্তু কেউ
দেখলে না কিন্তু যেই মাত্র মোবাইল
হাতে বা পিসিতে তখন ই আব্বু-আম্মুর চোখ
পড়ে ।
৯/বস-কে যদি মিথ্যে অজুহাত দেন যে,টায়ার
ফাঁসার
জন্য কাজে আসতে দেরি হয়েছে; তাহলে পরের
দিনই
টায়ার ফাঁসবে।
১০/সবাই পোস্ট পড়ে কিন্তু বেশীরভাগই পোস্টে লাইক
দিতে অলসতা করে,এতে আমাদের আগ্রহ
হারিয়ে যাই
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:১১