প্রথম ও দ্বিতীয় পর্বের পর অনেক সারা পেয়েছি, তাই এই ৩য় টিউনটি করতে আগ্রহী হয়েছি, আমরা যারা আমাদের আয় বাড়াতে চাই, তারা প্রতিনিয়ত নতুন কিছু করতে চাই, বা যারা এখনো কিছু করতে পারছেন না, তারা কিছু শুরু করতে চান, তাদের জন্য আমার কিছু মিডিয়াম টাকায় ব্যবসার আইডিয়া মাথায় গুর পাক খাচ্ছে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, প্লিজ ঠাণ্ডা মাথায় একটু পড়ে বুঝে দেখুন, আপনার না হলেও আপনার আসে পাশের কারো কাজে লাগতে পারে।
অনেকেই আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু সঠিক লাইন না জানার কারনে ব্যবসা করতে পারছেন না, তাদের জন্য আমার এই ক্ষুদ্র চেস্ট্যা।
মোবাইলের ব্যবসাঃ আপনি ইচ্ছে করলে উদ্যোক্তা হিসেবে মোবাইল কোম্পনির মালিক হতে পারেন। মানে বলতে চাচ্ছি আপনি ইচ্ছে করলে চায়না থেকে কম দামে মোবাইল অর্ডার দিয়ে বানিয়ে এনে বাংলাদেশের মার্কেটে ছাড়তে পারেন। মোবাইলে আপনার লোগো থাকবে, তাই আপনিই মোবাইলের মালিক হবেন। চায়না থেকে অল্প দামে মোবাইল বানিয়ে এনে তা মার্কেটে সেল করে অনেক টাকাই লাভ করতে পারেন।
যেমন ; চায়না থেকে আপনি ৮০০ টাকা করে ৩০০০ হাজার মোবাইল কিনে এনে তা বাংলাদেশে বিক্রি করে ভালই টাকা বানাতে পারেন।
৮০০ গুন ৩০০০ সমান ২৪,০০০০০ টাকা
আর বিক্রি করলেন ৩০,০০০০০ টাকায়
তাহলে লাভ পেলেন ৬ লক্ষ টাকা
মার্কেটিং, সার্বিসিং আর অনান্য খরচ দিলেন ২ লক্ষ ৩০ হাজার টাকা
তাহলে নিট লাভ থাকবে ৩ লক্ষ ৭০ হাজার টাকা
এছাড়াও আপনি আপনার নিজ নামে কাস্টমিজ করে মোবাইল বানাতে পারবেন চায়না থেকে। তাই আজি নেমে পরুন আপনার ব্যবসায়।
স্টেভিলাইজার ; আমাদের দেশের প্রচুর ইলেকট্রিক কোম্পানি আছে, যারা টিভি, ফ্রিজ বিক্রি করে থাকে, কিন্তু ভালো স্টেভিলাইজার এর কোন কোম্পানি বা সাপ্লাইয়ার নেই। তাই আপনি ভিবিন্ন কোম্পানির সাথে কথা বলে এদের ব্যান্ড এর নামে স্টেভিলাইজার বানিয়ে প্রচুর টাকা কামাতে পারেন।
বা আপনার এলাকার ভিবিন্ন ইলেকট্রিক শোরুম গুরে তাদের দোকানের নামে ও স্টেভিলাইজার বানিয়ে বিক্রি করতে পারেন। স্টেভিলাইজার বানাতে ভালো মানের হলে ২ বছরের গ্যারান্টি সহকারে মাত্র ১৬০০ থেকে ১৭০০ টাকা লাগে। আর পাইকারি বিক্রি করতে পারেন আপনি ২০০০ টাকায়, দোকানি বিক্রি করবে ২৫০০ থেকে ৩০০০ টাকায়। তাই আপনার লাভ হবে ৪০০ থেকে ৩০০ টাকা করে প্রতি পিছে। এক সাথে মাল যত বেশি বানাবেন, খরচ ততো কম লাগবে। তাই আজি আপনার আসে পাসের ইলেকট্রিক শোরুমে গিয়ে খোজ নিতে পারেন। আর শুরু করুন এই ব্যবসা। তাও আবার নিজ নামেই।
টিবি বানাতে পারেনঃ আপনার নিজ নামে, নিজের ব্রেন্ডে টিভি বানিয়ে আনতে পারেন চায়না থেকে, প্রতি টিভি আপনি ৭৫০০ - ৮৫০০ টাকায় ২১ ইঞ্চি কালার টিভি পেয়ে যাবেন, বাংলাদেশে বিক্রি করতে পারবেন ১০০০ - ৫০০ টাকা লাভে পাইকারি মার্কেটে, খুচরা বিক্রি করতে পারবেন আরো বেশি, ২ থেকে ৩ হাজার টাকা লাভে। এছাড়া যে কোন ব্রেন্ডের টিভিই আপনি চায়না থেকে বানিয়ে আনতে পারেন।
সিলিং ফ্যানঃ চায়না থেকে আপনি ভালো মানের সিলিং ফ্যান বানিয়ে আনতে পারেন, প্রতি পিস ১০০০ টাকা করে বানিয়ে আনলে আপনি এদেশে ১২০০ টাকা করে বিক্রি করে ভালোই লাভ করতে পারেন।
বাকি টিউন দেখতে সামহোয়্যার ইন ব্লগ এর সাথেই থাকুন
এছাড়া আরও অনেক কিছুই বর্তমানে করতে পারেন, বর্তমান চাহিদা অনুযায়ী অনেক ব্যবসাই আছে আমাদের চারি দিকে, একটু খুঁজ নিলেই করতে পারেন কম টাকায় ব্যাবসা, আরও কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতদূর পারি সাহায্য করবো।
মেহেদী হাসান - ০১৯৭৭৮৮৬৬৬০
MT TRADE
ফেইজবুকে আমি [email protected]
আমাদের আমাদের ওয়েব সাইট
ww.mahaditrad.com
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭