সব মানুষের জীবনের আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, সবাই নির্দিষ্ট কারন নিয়েই জন্মায়৷ সেই কারণটা যারা খুঁঁজে পায় বা বুঝতে পারে তারা সুখী হয়, যারা পারেনা তারা জীবনের হিসাব মেলাতে না পেরে অতৃৃপ্ত থেকে যায়৷ তবে অতৃৃপ্তির কারণ জানা গেলে জীবন নিশ্চয়ই আনন্দময় হতে পারে৷ সাধুজনায় বলেন স্রষ্টার স্মরণেই চুড়ান্ত তৃৃপ্তি কিন্তু সৃৃষ্টিকর্তার তো শত নাম, কোন নাম স্মরনে তৃৃপ্তি মিলবে?
আল্লাহ নামে ডাকছি যারে কখনো কি তারে চিনেছি, না ডাকলেও তো সে আপনার সাথেই থাকে! আগে তাঁঁকে চিনতে হয়, তারপর যে নামেই ডাকবেন না কেন তিনি সাড়া দিবেন, কুরআন এর গ্যারান্টি দিয়েছে৷ নিজেকে পবিত্র করে অর্ঘ্য দিন তিনি চাইলে হয়তো এসে আসন গ্রহন করবেন....
একদিন ঠাকুরজি বলেছিলেন -'তুমি আপনি না এলে কে পারে তোমারে রাখিতে?' নির্ভেজাল সত্য বলেছিলেন তিনি৷ আদতে বাকী সকলই বৃৃথা ক্রন্দন আর পন্ডশ্রম মাত্র!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ দুপুর ১২:৪১