ছিলে জ্যোতিকার জ্যোতি তুমি
আমার নেই আলো
উদ্ভাসিত নক্ষত্র, হয়ে গেল এলোমেলো।
ভাবনায় ভেবে যাই সেকি মৌলিক, নাকি কাল্পনিক?
যে চুরুটটি জ্বলছে হৃদয়ের বিভাজনে__
উন্মাদের অব্যক্ত কথাগুলো বলা হয়নি ব্যাকরণের নিয়মে।
জানিনা ঐ নয়নের দীপ্তিতে চম্বুকের কি আকর্ষণে টেনেছিলো
অন্ধ মোহে পড়েছিলাম ,তাই মেলেনি তাতে মুক্তি।
গগন পানে তাকিয়ে ভাবি সেকি আসবে এ অন্ধের ধরনীতে
অবজ্ঞায় অবহেলায় হারিয়েছি জানিনা কোন কুয়াশায়।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭