somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একটু পরে বলি.....

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কল্পনায় সৃষ্টি তোমার রূপ

লিখেছেন শাহরিয়ার কবীর, ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২


“তুমি শূন্য থেকে এলে,
আবার কেন শূূন্যতে মিশে গেলে?

“জীবন ও চিন্তার বহুকেন্দ্রিকতায় নিরন্তর,
এ পথ দু’জনের,দু-দিকে...;
কল্পনায় সৃষ্টি তোমার রূপ...!
রহস্যের অনুভূতিতে আবৃত আমি”।



“এক সত্যকে লুকাতে গিয়ে
আরেক সত্যর পরাজয়...;
আগে মনুষ্যত্ব,পরে তোমার বিশেষত্ব..;


“এক অনন্ত, নিরন্তর ধারায়
অন্ধবিন্দুগুলির মধ্যে তুমি এক ভয়ঙ্কর রূপসী..!
এটাই সত্য নিদারুন,কঠোর বাস্তব”


ছবিঃ নেট ।





বাকিটুকু পড়ুন

৬৯ টি মন্তব্য      ৯৩৯ বার পঠিত     ১৪ like!

শিরোনামহীন

লিখেছেন শাহরিয়ার কবীর, ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪



আজ দেখি স্মৃতির পাতায়
সে সব স্মৃতি হচ্ছে পুরনো!!
স্মৃতির জটলায় কিংবা দৃষ্টিভ্রমে
জীবনের রঙ ধূসরতায় পর্যবসিত
স্বতঃসিদ্ধে জৈবপ্রেমে নিরসিত জিজ্ঞাসা...!


বিস্ময়ে,বিহ্বল,বিমূঢ় ও আশাশূন্য চোখে
স্বপ্ন মোড়ক ভেদ করে,
বিশ্বাস আর ভালোবাসার দেয়ালে
কলঙ্কের কালিতে কলঙ্কিত.;.


ছবিঃ নেট।। বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৩৩২৬ বার পঠিত     like!

জীবন

লিখেছেন শাহরিয়ার কবীর, ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬


প্রতিটি মানুষের জীবন মহাকাব্যের এক-একটি চরিত্র
জীবন ধরে রাখে অজস্র,অসাধারণ রহস্যের পরিনাম,
এর প্রতিরুপ বর্ণহীন,শব্দহীন এবং স্বাদহীন
বাস্তব এবং তার প্রতিবিম্ব একবারে অভিন্ন।
সুখ-দুঃখ আবেগ-যন্ত্রণা
তীব্র ভাবানুভুতিতেই ভালোবাসার উৎস ।


উপলব্ধির যুক্তিজালে ছিন্নভিন্ন একটি প্রশ্ন,
সবার জীবন কিংবা যৌবণের স্বপ্ন কী পূর্ণতা পায় ?
এ প্রশ্নকে ঘিরে প্রজ্জ্বলিত একঅগ্নির দ্বারা ধীরে ধীরে দগ্ধ করে,
হৃদয়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৫৮ বার পঠিত     ১৮ like!

সুখহীনতা

লিখেছেন শাহরিয়ার কবীর, ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮


সুখহীনতায় সুখের সন্ধানে
আশা শূন্য যে মানুষটি---প্রানভরা আশার কাছে নিরাশায় দেউলিয়া
আত্মপ্রত্যয় হীনতায়, সঙ্কটময় অস্তিত্বের দোলায়,
কে আমি, কিসের আমি,
এই আমি'র স্বচ্ছ রূপ কী?


জীবন'কে বুঝে নেওয়ায় এবং অর্থ খোঁজায়
রেখে যাব কোন প্রতিশ্রুতি কিংবা
পুঞ্জিভূত উদ্বিগ্ন বিষাদ।
জীবনের একান্ত সত্য একদিন নিরুদ্দেশ হওয়া।


ছবিঃ নেট।

(বিঃ দ্রঃ কবিতায় মন্তব্য নিষ্প্রয়োজন।)

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪০০ বার পঠিত     ১৮ like!

বধির ভালোবাসা

লিখেছেন শাহরিয়ার কবীর, ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০



‘বধির ভালোবাসার' প্রতিফলনে
শূন্যতায়,উদ্বেগ-যন্ত্রণায় ধীরে ধীরে মূর্ত_;
সীমাহীন বিষন্নতায়
ভাবনার নির্মল স্বচ্চ প্রকাশ !


বিচূর্ণীকরণ--- কল্পনার ভিতরে পাওয়া যায় অসীম সম্ভবণার
হতভাগ্য শক্তি সমুদ্রে গিয়ে সাঁতার কাটার মতন।
এক বৃত্তের মধ্যে আমি,
ভয় ও ঘৃণা যেন ভালোবাসাকে আকৃষ্ট করে,
তবুও তার চোখের চাওনি এক সম্মোহন।


প্রেমে এক অশুভ শক্তি জন্ম এবং মৃত্যুকে দেয়না কোন... বাকিটুকু পড়ুন

৯৫ টি মন্তব্য      ১০৫৩ বার পঠিত     ১৬ like!

শিরোনামহীন

লিখেছেন শাহরিয়ার কবীর, ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭



জীবন বিনাশ ও বিন্যাসের চিন্তাভবনায়
আত্নদৃষ্টি পার্থিব ও অপার্থিব কেন্দ্রিক...
শুধু ভেতরের আগুন থেকে উত্তাপ নিয়ে জ্বলছি!


সক্রিয়তার কল্পনা ও অনুভূতির সংমিশ্রনে
বাস্তববাদী জীবনে যুক্ত করে অজস্র ধ্যন-ধারনায়,
অনাবৃত কল্পনায় রুপান্তর করে মৌলিক প্রকৃতি !
অস্ত্বিত্বের সংশয়হীন সত্যে
সম্পৃক্ত সত্যেই গ্রাহ্য !

দিন যাপনের সুখ, দুঃখ, আনন্দ আর হতাশা নিয়ে
এ আমার... বাকিটুকু পড়ুন

৬২ টি মন্তব্য      ৫৩১ বার পঠিত     ১৫ like!

টেক্কা তুরুপের খেলাতে

লিখেছেন শাহরিয়ার কবীর, ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮


আজ চারিদিকে খুঁজে চলেছি
কাগজের ফেরিওয়ালা তারা কই?
বিত্রিু করে দিতে চাই কিছু ধুলো মাখা পড়ে থাকা
কয়েক লক্ষ শব্দে গড়া ধূসর পান্ডুলিপি।


এ তিন তাসের জীবনে
টেক্কা তুরুপের খেলাতে
পৃথিবীটা চলছে উল্টা পথে-উল্টা রথে,
অসময়ের সময় থামিয়ে.....


ব্যথার রক্তক্ষরণে প্রতিবাদের ভাষা ভুলে গিয়ে
কষ্ট নামক মানচিত্র জেগেছে প্রতিটি মনে মনে...;


আবারও হায়নারা বিজয় উল্লাসে... বাকিটুকু পড়ুন

৮২ টি মন্তব্য      ৮১৯ বার পঠিত     ১৯ like!

ভুল কিংবা ভালোবাসা

লিখেছেন শাহরিয়ার কবীর, ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩


কী যেন এক ভুলে
জীবনের বসন্তগুলো কেটে গেল,
এ স্বপ্নিল জগতে দুচোখে স্বপ্ন যেন অভিশপ্ত।
যে চোখে স্বপ্ন বেমানান
সে চোখে দেখে কেন রঙিন স্বপ্ন?


অতঃপর,
ভুল কিংবা ভালবাসার ফাঁদে...
অজস্র নটিক্যাল মাইল দূরে...’
অপেক্ষমান কালের খেয়ার পারের নীল জলের
বয়ে যাওয়া সময়ের মত হারিয়ে যাব কালের অতল গহ্বরে!



ছবিঃ নেট।



বাকিটুকু পড়ুন

৫৩ টি মন্তব্য      ৫৫৯ বার পঠিত     ১৫ like!

প্রেমানুভূতি

লিখেছেন শাহরিয়ার কবীর, ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:০৮


প্রভাব ও প্রেরণার মাঝে লুকিয়ে আছে কিছু স্বপ্ন
যা কখনো বিচিত্র, কখনো কল্পনাপ্রবণ,
কখনো স্বপ্নময়, কখনো মহত্তম রহস্য...
ঘেরা অনুভূতিগুলোর অস্তিত্ব জুড়ে
মিশে আছে কুয়াশা আর ধুপছায়া;
যা পরক্ষণেই উল্কার মত মিলিয়ে যায়।


এ যেন শ্বাশত সুন্দর একটি প্রেমের মুহূর্ত
অলৌকিক জগৎ যা মেঘের মত বিচরণশীল;
নৈসর্গিক এক দৃশ্য,
সহজ অলক্ষ্য রূপ দেওয়া যা বিস্ময়কর।... বাকিটুকু পড়ুন

৭০ টি মন্তব্য      ৭৯৬ বার পঠিত     ১৫ like!

শিরোনামহীন

লিখেছেন শাহরিয়ার কবীর, ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০



নিরাশা ও উপেক্ষায় স্থির থাকা
এতো বিরহী প্রেমের স্বভাব।
তোমার সীমানা বিশ্লেষণ করাটা
এক দুঃসাধ্য প্রয়াস।


ধূসর জগতের আলো-আঁধারির ঘোরে
তোমায় ভালোবেসেছি
প্রকৃতির মত অকৃত্রিম....;
তোমার এক চোখে আমি
আরেক চোখে কে?


শিরোনামহীন

কবিতাঃ কাল্পনিক!
ছবিঃ সংগৃহীত।

বাকিটুকু পড়ুন

৫৮ টি মন্তব্য      ৫৩৫ বার পঠিত     ১৬ like!

তোমার সীমারেখা আমার মধ্যে সীমাবদ্ধ

লিখেছেন শাহরিয়ার কবীর, ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:২০


প্রেয়সী-
তোমায় সৌন্দর্য মনোবৃত্তির পবিত্র মন নিয়ে
সত্য পথে অনুগত থেকে
কখনো স্বপ্নভঙ্গ স্বপ্নতে নয়_;
তোমায় নিঃসন্দেহে
ভালোবাসার অগ্রগতি সীমাহীন অনুভূতি নিয়ে
জীবনের সমস্ত বিষাদময় শিকড় উপড়ে ফেলে
বিশ্বাসের জগতে প্রবেশ করে, তোমায় ভালোবেসেছি
অকৃত্তিম নিরন্তন সততা থেকে
এটা কোন তোমার প্রতি মোহ নয়।।

প্রেয়সী-
হয়তো, তুমি জানো
পুরস্কার ও তিরষ্কার মাঝে লুকিয়ে আছে একটি স্বপ্ন,
তার... বাকিটুকু পড়ুন

৬৪ টি মন্তব্য      ১৭৮৫ বার পঠিত     ১২ like!

নিঃশেষ ও বিধ্বস্ত পরাজিত সৈনিক

লিখেছেন শাহরিয়ার কবীর, ২০ শে মে, ২০১৮ রাত ১১:১০


জীবন সৌন্দর্যের অপার বিস্ময়ের মাঝে
কান্না-কাটি,হাসি ও দুঃখের সংমিশ্রনে
প্রবল ভাবে বেঁচে থাকার ইচ্ছাতে
জীবনবোধের রুপহীনতার এক প্রত্যয়,,,;
নিষ্ক্রয় মরিচিকার মত ছুটে চলা অবিরাম
তবুও পায় না কোন সুখের নীড়
জীবনের গতিপথে এ কেমন চলছে এক বৈরাগ্য সাধন।


জীবন যাকে করেছে নিঃশেষ ও বিধ্বস্ত পরাজিত সৈনিকে
তার আর কিসের ভয় ?
তবুও থেকে... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৮৩৯ বার পঠিত     like!

নৈঃশব্দের প্রার্থনা

লিখেছেন শাহরিয়ার কবীর, ০৯ ই মে, ২০১৮ দুপুর ১:৪১



নেশা কিংবা প্রেমের চোখে বন্দি
কোথায় যেন কি আলো...;
কোথায় যেন এক নৈঃশব্দের ভাষা...:
সবকিছু ভুলে গিয়ে হয়ে যাই দিশেহারা
অনুভবে কি যেন এক ছায়া-মায়া দেখতে পাই
শুধু মনের উঠান জুড়ে নেশা কিংবা প্রেমের শিহরণ !

এ কালের সীমানায় আবদ্ধ থেকে যদি তোমায় পাই
তবে তোমার এক জীবনের ভালবাসা আমার যথেষ্ট... বাকিটুকু পড়ুন

৫২ টি মন্তব্য      ৪৮৮ বার পঠিত     like!

বেদনার নীল সুর

লিখেছেন শাহরিয়ার কবীর, ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৮



আমার রক্তে কী এমন নেশা
তার অজস্র অবহেলার পরেও
তাকে কেন ভালোবাসি?
তার জন্য এ হৃদয় কাঁদে গুমরে গুমরে!!
আজ এ হিংস্র অভিযোগ কাকে বলব.
শুধু এ ব্যথা আমারই....


নিঃশব্দে গড়ে দিয়ে চলে গেল
ভালোবাসায় এক মহা প্রাচীর,
তার দেওয়া শত ব্যাথা-বেদনায় স্পর্শকাতরতায়
এ হৃদপিন্ডটা সংকুচিত হয়ে আসছে,
নিদারুণ এক তিক্ততায়
মনটা দমে যাচ্ছে...।


আমার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪২৫ বার পঠিত     like!

সুখ-স্বপ্নের খোঁজে

লিখেছেন শাহরিয়ার কবীর, ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

অদ্ভুত দুর্বোধ্য তোমার চোখের ভাষা
আর তোমার রূপের সরলতা আমায় মুগ্ধ করে
এ হৃদয়ে ভেসে ওঠে এক অকল্পনীয় প্রতিচ্ছবি
তাই তোমার রূপের নজরদারিতে আমি বন্দি_;
এ আমার হৃদয়ের গভীর অনুভবের কথা
আমি পারব না কখনো তা এড়াতে....!!

চল এবার-শুরু করি
আর কোন শূন্যতা নয়, নতুন স্বপ্ন-কল্পনায়
জীবন প্রস্ফুটিত হোক নব উদ্ভাসে।
তুমিও কথা দাও
অমূল্য সুখের উপকরণ... বাকিটুকু পড়ুন

৬৮ টি মন্তব্য      ৯৫০ বার পঠিত     ১৪ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১২৯১৮৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ