আশাবাদ ব্যাক্ত করা হয়ে থাকে আমাদের দেশ এক সময় পর্যাটনে মালয়শিয়াকে
ছাড়িয়ে যাবে!
যেহেতু আমাদের রয়েছে বিশ্বের সব থেকে বড় নোনাপানির বন (সুন্দরবন),
সমুদ্র সৈকত কক্সবাজার। এছাড়াও অনেক পুরাকৃতি ও প্রাকৃতিক সৈন্দর্যের
নিদর্শন। অর্থাৎ ভ্রমন পিপাসুদের আকর্ষণের জন্য যা, যা প্রয়োজন!
কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা! সব কিছুকে ছাড়িয়ে ছাপিয়ে উঠেছে এখানে!
প্রবাসী একজন পর্যাটক যিনি কিনা একজন মুক্তিযোদ্ধাও নিজের গাড়ি নিয়ে
বেড়িয়েছিলেন বিশ্বভ্রমণে অথচ নিজ দেশে এসে আটকে থাকতে হয়েছে
প্রায় ৬ টি বৎসর!(২১৬৭ দিন) আর আমাদের নাকি পর্যাটন ব্যাবস্থার
উন্নতি হবে/হয়েছে/হচ্ছে!
মন্ত্রানালয়ের নাম হল বিমান ও পর্যাটন মন্ত্রানালয় অর্থাৎ বিমান ব্যাতিত আর
কোন ভাবেই আসলেই তাদের পর্যাটক হিসেবে গণ্য করা হবে না মনে হচ্ছে!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:২৮