কলেজে সুদর্শন বন্ধুদের ঘ্যাট ছিলাম আমি
'ঘ্যাট' বুঝে আসে তো সবার?
গাল ভাংগা চিমসানো দেহের আমি বড্ড কু-দর্শন ছিলাম
তাই সুদর্শণ বন্ধুদের ' বেস্ট ম্যান' হওয়া ছাড়া উপায় ছিল না আমার।
.
বাবার বন্ধুর মেয়েটি বড্ড সুন্দরী ছিল
হেলায় খেলায় সে কু-দর্শণের হৃদয়ে বসে গেলো
রাতগুলো সব দিন হয়ে উঠেছিল সবে
দিনগুলি ভাবনায় বিভোড় তাকে পাওয়া হবে কি এ ভবে?
.
একদিন 'বিউটি' 'বিষ্ট'কে নাকচ করে দিয়ে
হৃদয় চাবির রিংগে ঝুলিয়ে নাচাতে নাচাতে হেসেছিল
আমি মুগ্ধতার মোড়কে ভালোবাসা লুকিয়েছিলাম নিরবে...
তন্বী দেহের অবাক কাঁপনে তার চিবুকের তিলকে ঘিরে ভালোলাগারা প্রহ্লাদে নেচেছিল!
.
তারপর এতোটা সুন্দর হলাম
সুদর্শণ বন্ধুরা স্বেচ্ছায় আমার 'বেস্ট ম্যান' হলো
সুন্দরীদের দৃষ্টির মুগ্ধতর হুলে চিরে চিরে
আমি 'আমিত্ব' হারালাম।
.
একদিন আমাদের আবার দেখা হলো
অতিরিক্ত সুন্দর বলে এবারো নাকচ করলো আমায়
'হারামজাদীরে পিটায়ে হাগায়ে দিসনি ক্যানো?'
খুলনার পেতিন্যি বন্ধু আমার বলেছিল সব শুনে।
না, ওর কথায় নাক সিটকানোর কিছু নেই
বন্ধুর প্রতি ভালোবাসাই প্রকাশ পেয়েছে ওর ঐ কথাতেই।
.
এরপর এক আলোকোজ্জ্বল রাতে সানাইয়ের সুর সুমধুর
সেদিন আলো-আঁধারির পথে বেজেছিল কি বিষাদের সুর?
'আমিত্ব' হারানো আমি এবার 'আমাকেই' হারালাম সম্পুর্ণ...
দিনগুলো সব রাত হতে থাকে ধীরে ধীরে
অন্ধকার-আঁধার- অন্ধকারের তমসার ঘোর ঘনঘটায়
বিষাদ আর বিষাদময় বিষণ্ণ নগরে ভালোলাগারা সব দূর পরবাসী চরম বিষন্নতায় ।
.
কলেজে সুদর্শণ বন্ধুদের ঘ্যাট ছিলাম বলেছিতো একবার আগে
বাবার বন্ধুর মেয়েটিও বেশ সুন্দরী ছিল...
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬