নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সকল পোস্টঃ

মিলন্তিকা

২১ শে জুন, ২০১৮ রাত ৮:৪২



সূর্যের আলো তোমার জানালায়
এসে দাঁড়াবার অনেক আগে--
কোমল বাতাসের গন্ধ নাকে এলে
ছন্দহীন জেগে উঠবে তুমি আচমকা,
কিছু একটা অধরা টানে-
দাঁড়াবে গিয়ে টুকরো আকাশের তলে-
তোমার চোখে পড়বে —
আবছা অন্ধকারে...

মন্তব্য৮ টি রেটিং+১

বেপথু পথিক

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১



আমার বাংলাদেশ-
রক্তস্নাত পবিত্র সূর্যোদয়ে শোকের অশ্রু মুছে
নৌকা ভাসিয়েছ তীব্র স্রোতের বৈরিতা ঠেলে ।
লড়েছ প্রচুর,
শ্বাপদ , কুমির কখনও ডাকাত।
অনন্ত মহামারী, মড়ক,ধ্বস
নানাবিধ...

মন্তব্য২২ টি রেটিং+৮

আগলে রেখ

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১



আগলে রেখো বুকের খাঁচায়
ফুল্ল সকাল- সতেজ বাতাস,
আগলে রেখ প্রভাতফেরির
ফুলের গুচ্ছে রঙীন পলাশ ।
আগলে রেখ সোনার বাংলা
...

মন্তব্য১২ টি রেটিং+৪

পরিযায়ী কাল

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭




অনেকেই থেমেছিল এই বাঁকে-
কিছুক্ষন, ডানা মেলে ফের উড়ে যাবার আগে
কুয়াশায় ঢেকে যাওয়া অস্পষ্ট আলোয়
কিম্বা চিত্রপট জুড়ে নেমে আসা অন্ধকারে।
কখনও সমুখের পথটুকু স্পষ্ট করে দেখে নিতে,
খানিকটা ছায়া ও বিশ্রামে,...

মন্তব্য১২ টি রেটিং+৪

ভুল নয়তো ,ফুল ?

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪



সবুজ পাতার হালকা চাদর
পলকা হাতে সরিয়ে দিয়ে,
নবীন কুঁড়ি অবাক চোখে -
কান্ড দেখ,
উচ্ছ্বসিত ঝাঁপিয়ে পড়ে...

মন্তব্য২ টি রেটিং+০

অনুমেয় স্মৃতি

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯



দেখ, অচেনা প্লাবনে আজ ভেসে যায় সব-
শক্ত পাথর জমা যত সংস্কার - শিমুল তুলোর মত,
ভেসে যায় - ঘেরাটোপ সংসার ,
নামের সাথে...

মন্তব্য২ টি রেটিং+২

যে রয়ে যায় পিছে

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩


ফেলে গেলে, জরুরী যা ছিল - ফেলে গেলে,
বলতে থাকে সে । আমার মগজের মধ্যে জেঁকে বসে ।
পিছন থেকে । সামনে থেকে । অনবরত ।
আর আমি...

মন্তব্য৯ টি রেটিং+২

রসরাজ

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫



হায় রসরাজ , বেশ তো ছিলে-
তিতাস নদীর কোলে।
বোঝার যা নয়- কাটছিলো দিন
সেসব কথা ভুলেই।
নদীর জলে - নৌকা ঠেলে-
মাছের সাথে...

মন্তব্য৬ টি রেটিং+২

বর্ণহীন বর্ণগুচ্ছ

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৬

কোন পথটি ধরে
পৌঁছানো যায় ঘরে-
পথ কি বলে তা?

পথ যে শুধু টানে
নিবিড় সম্মোহনে
থামতে বলে পা ।
----।----

মন্তব্য৮ টি রেটিং+১

সংখ্যালঘু

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৮



সোনালী শস্যক্ষেত্র থেকে সবুজ অরন্য ,
বিস্তৃত উপকূলে শংখচিল ডানা পার হয়ে
ক্যাকটাস মরুভূমি - সবখানে
বন্দুকের উদ্যত নল- উন্মত্ত শক্তির
সদম্ভ বিজয় ঘোষনা করে।
আগ্রাসী গিলে খায় এবেলা ওবেলা
আরমেনীয়, ইহুদী, রোহিঙ্গা , কারেন,
ফিলিস্তিনী,...

মন্তব্য১০ টি রেটিং+৩

বিস্ময়ের স্বপ্নভংগ

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫

সারারাত অবিরাম যাত্রা শেষে
ক্লান্ত ক্ষয়িষ্ণু অন্ধকার প্রায় ছুঁয়ে ফেলেছে
প্রভাতী আলোর অমলিন হাত -
ঠিক এরকম কোন সময়ে-
চোখ মেলে তাকানোর আগে...

মন্তব্য৮ টি রেটিং+২

আগলে রেখো

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯

আগলে রেখো বুকের খাঁচায়
ফুল্ল সকাল- সতেজ বাতাস,
আগলে রেখ প্রভাতফেরির
ফুলের গুচ্ছে রঙীন পলাশ ।

আগলে রেখ সোনার বাংলা,
যদিও এখন বৈশ্বিক...

মন্তব্য১ টি রেটিং+০

প্রাপ‌্যতা

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১



উত্তাল বাতাসে তখন ভেসে যাচ্ছিলো মায়াবী রোদ্দুর-
ঝরাপাতাগুলো নাচতে নাচতে চলেছে অন্তিম শয্যাতলে,
ব্যস্ত শহরজুড়ে কোলাহল ।
আমি অনেক পথ হেঁটে -...

মন্তব্য৪০ টি রেটিং+৫

আনত রাত্রি

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯

এখানেই আজ দু'দন্ড বসে থাকি,
দুহাতে আনত হৃদয় মিলেছে -
আমরাও মুখোমুখি ।...

মন্তব্য২৪ টি রেটিং+১

সময়ের নায়কেরা

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

বহু মানুষকে অপরিমেয় স্বপ্নে আন্দোলিত করে
নায়কেরা অতঃপর
আলোকিত মঞ্চ ছেড়ে-...

মন্তব্য১৮ টি রেটিং+৬

full version

©somewhere in net ltd.